Propose Day: প্রোপোজ করার সেরা ৫ কৌশল, ফেলতেই পারবেন না মহিলারা

মনের মানুষের ভালোবাসা পেতে গেলে আপনাকে প্রেম নিবেদন তো করতেই হবে। আর এই কাজটা করার জন্য সবচেয়ে ভালো দিন হল প্রোপোজ ডে (Propose Day)। আমরা সকলেই জানি ভ্যালেন্টাইনস সপ্তাহের দ্বিতীয় দিনে অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি আসে প্রোপোজ ডে। একটু প্ল্যান করে প্রোপোজ (Propose) করতে পারলেই ভালোলাগার মানুষটির মন জয় করা সমভাব।

অনেক সময় এমনটা হয় যে কেউ-কাউকে একাধিকবার প্রোপোজ করেছেন তা সত্ত্বেও ব্যর্থ হয়েছেন। তবে এই ব্যর্থতার পিছনে কিন্তু নিজেরই কিছু কমতি থাকতে পারে। তাই সবার আগে নিজের সেই কমতি চিনে নেওয়াটা খুবই জরুরি।

১) নিজের স্বত্ত্বা বজিয়ে রাখুন
এইসব বিশেষ দিনগুলিতে মানুষেরা বেশি কিছু করে দেখাতে চান। যে কারনে তাঁদের মধ্যে প্রচেষ্টা থাকে অতিরিক্ত। এই কারণেই তাঁরা এমন কিছু করে ফেলেন যা জটিলতা সৃষ্টি করে। এ ক্ষেত্রে সবার প্রথম ভুলটা হল অত্যাধিক পরিমানে লোক দেখানো। আর এই কাজটা করতে গেলেই কিন্তু ফাঁদে পরে যাবেন। কারণ মেয়েদের চোখে কিন্তু কৃত্রিম সত্ত্বা খুব সহজেই ধরা পড়ে জায়। তাই এই ভুলটা কখনই করবেন না। সর্বদা নিজের মতো করেই থাকুন।

২) হাঁটু ভাজ করে প্রোপোজ
​বহু দিন ধরে প্রোপোজ করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হল হাঁটু ভাজ ভালোলাগার মানুষকে মনের কথা বলা। এই বিষয়টি আপনার খুব একটা পছন্দ নাও হতে পারে। তবে এটি খুবই কার্যকরী। তাই মনের মানুষের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ুন, এর পর বলে ফেলুন আমি তোমায় ভলোবাসি (I love you)

৩) মনোরম-নিরিবিলি জায়গায় প্রোপোজ
এই বিশেষ দিনটি তাঁর পছন্দের জায়গায় যেতে পারেন। প্রয়োজনে একটু ভাল করে গবেষণা করুন। তিনি ঠিক কোথায় যেতে বেশি পছন্দ করেন আগে সেটা দেখুন। এর পর তাঁকে সেখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সেখানে গিয়ে তাঁর সঙ্গে গল্প শুরু করুন খোশ মেজাজে। আর এ কথা সে কথার মাঝে তাঁকে আসল কথাটি বলে দিন।

৪) খাওয়ার সময় প্রোপোজ
এটা আমরা সকলেই জানি পছন্দের খাবার মনকে পুলকিত করে। তাই আপনি আপনার পছন্দের মানুষটিকে সঙ্গে নিয়ে কোথাও খেতে চলে যান। কোন একটি রেস্তরাঁয় বসে পড়ুন। এর পর নিজেদের পছন্দ মত খাবার অর্ডার করুন। আর এর পর খেতে খেতেই পছন্দের মানুষটিকে করে ফেলুন প্রোপোজ।

৫) গোলাপ নিয়ে ফিল্মি ডায়লগ শুনিয়ে প্রপোজ
প্রপোজ করার বিশয়টি একটু ফিল্মি করে তুলুন। ঝটপট একটি সুন্দর দেখে গোলাপ কিনে ফেলুন। এর পর শাহরুখ খানের পোজে মনের মানুষকে প্রোপোজ সেরে নিন। তবে আপনি চাইলে সুনীল গঙ্গোপধ্যায় অথবা জয় গোস্বামীর কবিতাও পড়ে শোনাতে পারেন। সেটাও একই রকম কার্যকরী হবে।