বিয়ের কনের সাজে ‘টুম্পা সোনা’ গান গাইলেন রানাঘাটের রানু মন্ডল, হাঁসির রোল নেট দুনিয়ায়
এক সময় সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর দৌলতে সামাজিক মাধ্যমের হাত ধরে মানুষের মাঝে সাময়িক সময়ের স্টার হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। তিনি একটা সময় রানাঘাটের স্টেশনে বসে বসে গান গেয়ে ভিক্ষা করতেন। কিন্তু, নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে রানুর জনপ্রিয়তা ছড়িয়ে যায় বহু মানুষের মাঝে। তৈরি হয় এক আলাদা সন্মান, যে কারনে তিনি এখন আর স্টেশনে বসে ভিক্ষাও করতে পারেন না। প্রতিটি মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয় রানু মন্ডলকে। তবে, নেট দুনিয়ায় সাময়িক জনপ্রিয়তা পেলেও তিনি বর্তমানে আবারো ফিরে এসেছেন তার সেই পুরনো জায়গাতেই।
আরও পড়ুন,
* Web Series: সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজের তকমা পেল এই ৩ ওয়েব সিরিজ, ভুল করেও চালু করবেন না পরিবারের সামনে
ইউটিউবারদের কাছে বর্তমানে রানু মন্ডল হয়ে উঠেছেন একজন কমেডি কনটেন্ট। তাকে নিয়ে ভিডিও তৈরির জন্য প্রায়ই বহু ইউটিউবাররা পৌঁছে যান রানাঘাটের রানু মন্ডলের বাড়িতে। সেখানেই রানুর অদ্ভুত অদ্ভুত কান্ডকারখানা গুলোকে লেন্স বন্দি করে সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করে দেন তারা, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় নেট দুনিয়ায়। আর এই ভিডিওগুলির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে প্রয়ই তুমুল কটাক্ষের শিকার হন রানাঘাটের রানু মন্ডল। তবে, এর প্রতিবাদও জানান অনেক নেটিজেন। কারণ তাঁদের মতে, একজন মানসিক ভাবে ভারসাম্যহীন মহিলাকে কখনোই এভাবে জন সমক্ষে অপদস্ত করা উচিৎ নয়।
আরও পড়ুন,
* Saphala Ekadashi : চলতি বছরের শেষ একাদশীতে ৩টি শুভযোগ, ভাগ্য চমকাবে ৪ রাশির, দেখেনিন তারিখ
সম্প্রতি, নেট দুনিয়ার পাতায় রানা রায় নামক একজন ব্যক্তি তার ফেসবুক প্রোফাইল থেকে রানু মন্ডলের একটি ভিডিও সকলের সাথে শেয়ার করে নিয়েছেন, যে কারনে আপাতত মেতে রয়েছেন নেটদুনিয়ার একাংশ। আর ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন – “বিয়ের জন্য পাত্রী রেডি ,,👰
পাত্র চাই,,যোগাযোগ,707310****📞”।
অতি সাম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রানু মন্ডলকে বিয়ের কনের সাজে। আর এই সাজেই রানু মন্ডলকে ‘টুম্পা সোনা’ গানটি গাইতে শোনা গিয়েছে। আর এই ভিডিওর সুত্র ধরেই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রানু মন্ডল। আর খুব স্বাভাবিকভাবেই এই ভাইরাল হওয়ার পর থেকে হাঁসির রোল নেট দুনিয়ায়। তাঁর পাশাপাশি কটাক্ষের সুরে নানা কথাও বলতে শোনা গিয়েছে একাংশ নেটিজেনদের। তাঁর ঝলক অবশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা মিলবে ।
আরও পড়ুন,
* Srabanti-Roshan: শ্রাবন্তীকে ডিভোর্স দিতে গিয়ে ভিখারির হাল রোশনের! খোরপোশের অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে