সকালের দুর্দান্ত জলখাবার, রইল সবজি দিয়ে টেস্টি গোলারুটি বানানোর রেসিপি

সকালের দুর্দান্ত জলখাবার, রইল সবজি দিয়ে টেস্টি গোলারুটি বানানোর রেসিপি

অভিষেক চট্টোপাধ্যায় এই মুখটা বা নামটা আমাদের সকলেরই পরিচিত। বিগত প্রায় এক মাস আগে তিনি আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেছেন। তিনি এখন আমাদের মধ্যে আর বেঁচে নেই কিন্তু তবুও তার মৃত্যুকে এখনো ভুলতে পারছে না জনগণ। জানা গেছে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি সিরিয়ালের শুটিং করেছেন। তিনি “খড়কুটো” ও “মোহর” ধারাবাহিকে বাবার চরিত্রে অভিনয় করছিলেন। এই ধারাবাহিক দুটি স্টার জলসায় দেখানো হয়। বিশেষ করে “খড়কুটো” সিরিয়ালে মূল অভিনেত্রী গুনগুন অর্থাৎ তৃণা সাহার ড্যাডির চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাদের বাবা মেয়ের স্নেহের প্রতি মুগ্ধ ছিলেন দর্শকরা।

এমনকি অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে ক্যামেরার সামনে খড়কুটোর গুনগুন অর্থাৎ তৃনা সাহা জানিয়েছেন শুধুমাত্র সিরিয়ালেই নয় বাস্তব জীবনেও অভিষেক চট্টোপাধ্যায় তাকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন ভালোবাসতেন। তিনি এও জানান অভিনেতা অভিষেক তাকে নাম ধরে কখনও ডাকতেন না ‘তৃণা মা’ বলে ডাকতেন। কিন্তু তৃনা সাহার এই কথার পাল্টা জবাব দেন অভিষেকের বাস্তব জীবনের স্ত্রী সংযুক্তা। সরাসরিভাবে না হলেও তৃণা কে সোশ্যাল মিডিয়ায় পোস্টে ক্ষোভ দেখালেন সংযুক্তা।

বেশ কিছুদিন আগে অভিজিৎ চট্টোপাধ্যায়ের শেষের ছবি ” পঞ্চভুজ” এর ট্রেলার লঞ্চের একটি অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী সংযুক্তা এবং মেয়ে সাইনা এবং তারই সঙ্গে উপস্থিত ছিলেন তৃণা সাহা। অভিষেক তার মেয়েকে ভালোবেসে ডল বলে ডাকতেন। পঞ্চভুজের ট্রেলারের অনুষ্ঠানে তৃণা সাহা বলেন যে অভিষেক চট্টোপাধ্যায় তাকে বলতেন তাঁর মেয়ে সাইনা যেনো তৃণার মতো হয়। কিন্তু তৃনা
বলেন “আমি চাইব ডল আমার থেকে ভালো মানুষ হোক বড় হোক নিজের কেরিয়ারে”।

এই অনুষ্ঠানের পরে সোশ্যাল মিডিয়ার সাইডে অভিষেক ও তার মেয়ের একটি ভিডিও শেয়ার করেন তার স্ত্রী সংযুক্তা এবং সেখানে ক্যাপশনে লেখেন তাদের কন্যা ডল তার বাবাকে কতটা ভালোবাসতো এবং অভিষেক তার মেয়েকে নিয়ে কতটা গর্ব করতেন। সংযুক্তা এও লেখেন ডলের বলা ইংরেজি ও ফরাসি অভিষেক খুব পছন্দ করতেন। এমনকি সেমিস্টারে ডল ৯২ শতাংশ নাম্বার পাওয়ায় তার বাবা পার্টিও দিয়েছিলেন। সংযুক্তা এটাও বলেন অভিষেকের সহ-অভিনেতা বলেছেন অভিষেক নাকি চাইতেন ডল তোর মতো হোক কিন্তু আমরা চাই ও অন্য কারোর মতো না হোক।

সংযুক্তা বলেন ” চলুন বাবার তাঁর মেয়ের প্রতি স্নেহকে সম্মান করি”। অন স্ক্রীন ও অফ স্ক্রিন কখনোই এক হয় না সম্পূর্ণটাই আলাদা। অভিষেক কখনো তার ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজের জগতকে এক করতেন না। অভিষেকের একমাত্র কন্যা ডলের প্রতি তার ভালোবাসার সম্মান করি।

এটা থেকেই বোঝা গেল সংযুক্তা তার মনের ক্ষোভ থেকে এই পোস্টটি করেছেন এবং তিনি ইনডাইরেক্টলি তৃণা সাহা কে উদ্দেশ্য করে এই পোস্টটি করেছিলেন।