ফের উঠল ঝড় সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আর একা একা নাচের ভিডিওতে নয় বরং ডাবল ধামাকা অর্থাৎ ডুয়েট পারফর্মম্যান্স।
সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় এক যুবক যুবতীর নাচ যুক্ত হয়েছে ভাইরালের তালিকায়। একটি গানের তালে তাল ঠিক যেভাবে তারা মিলিয়েছে তাতে কেঁপেছে সোশ্যাল মিডিয়া।
আর গাণেড় দুর্দান্ত বিটের তালে তাল মিলিয়ে নির্ভুল ভাবে তাদের নাচ যা দেখে মজলেন সকল দর্শকেরা।
বর্তমান উন্নতির যুগে দুর্দান্ত সমস্ত আবিষ্কার এর মধ্যে অন্যতম এক আবিষ্কার হল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া।
আর ইন্টারনেটের দৌলতেই গোটা পৃথিবীটাই যেন এখন হাতের মুঠোতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যেন পুরো পৃথিবী একে অপরের প্রতিবেশীতে পরিণত হয়েছে।
যেকোনো খবরই হোক বা অন্য কোনো প্রতিভার দৌলতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় সর্বত্র। যার সাক্ষী থাকতে পারেন লক্ষ থেকে কোটি মানুষ।
আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে স্টেজের ওপর নাচছে যুবক-যুবতী জুটি ।
“তু হাসকে বলেলু ইয়ে জান” গানের তালে অসাধারণ পারফরম্যান্স করেছে তারা। আর জানা গেছে যে ছেলেটির নাম হৃতিক এবং মেয়েটির নাম নিশা।
সোশ্যাল মিডিয়ায় সৌমিক মিউজিক নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর তা পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
এক কথায় তাদের তুখোড় নাচ, এনার্জেটিক পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। গানের সাথে যথাযথ স্টেপ ও এক্সপ্রেশনে মাত করেছে এই জুটি।