Sandeepa Dhar: স্লিভলেস স্কিনটাইট পোশাকে লাস্যময়ী অভিনেত্রী সন্দীপা ধর
বর্তমান প্রজন্মের কাছে সন্দীপা ধর নামটা খুব একটা অপরিচিত নয়। ২০১০ সাল থেকেই একজন অভিনেত্রী হিসেবে এই অভিনেত্রী নিজের পথ চলা শুরু করেছিলেন। এক সময় মডেলিং দিয়ে শুরু করলেও শেষে অভিনয়কেই নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়েছিলেন সন্দীপা।
‘ইসি লাইফ মে’র সূত্র ধরে ২০১০’এ সন্দীপার ডেবিউ হয়েছিল এই ইন্ডাস্ট্রিতে। তবে এই ইন্ডাস্ট্রিতে তিনি খুব বেশি সফলতা না পেলেও, সাধারণের মাঝে তার পরিচিতি নেহাতই কম নয়।বর্তমানের সময়ের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি যথেষ্ট সক্রিয়। সেকথা অবশ্য আর আলাদাভাবে উল্লেখ করার কোন প্রয়োজন নেই।
তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে সকলের কাছে। প্রায়ই তিনি নিজের একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় অনুরাগীদের সাথে শেয়ার করে নেন, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়াতে পারে না নেটিজেনদের। সম্প্রতি অভিনেত্রী আবারও একবার নিজের বোল্ড ঝলকের সূত্র ধরেই ফের চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছেন।
অভিনেত্রী সন্দীপা ধর এর সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ঝলকে দেখা যাচ্ছে স্লিভলেস হালকা পার্পেল রঙের স্কিন টাইট পোশাক পরে আছেন তিনি। খোলা চুলে আর নুড মেকাপে ছিলেন তিনি। অভিনেত্রীর চোখে মুখে ও হাবে ভাবে ছিল স্পষ্ট বোল্ডনেসের ছাপ। সম্ভবত অভিনেত্রী নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে নিজের এই বোল্ড লুক শেয়ার করে নিয়েছেন তিনি, যা নিঃসন্দেহে তাপমাত্রা বাড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। অস্থিরতা বাড়িয়ে তুলেছে কামুক ভক্তদের মনে, যার ঝলক দেখা যাবে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবির কমেন্টব সেকশনে।