Saphala Ekadashi: পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় সফলা একাদশ। এদিন ভগোবান বিষ্ণুর পুজো করা হয়। শ্রী কৃষ্ণ জানিয়েছিলেন, একটি সফলা একাদশী ব্রত পালন করলেই ৫ হাজার বছরের উপবাসের ফল পাওয়া যায়। তা ছাড়া শাস্ত্রমতে সমস্ত উপবাসের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। এই ব্রত করলে সমস্ত পাপ দূর হয় ফলে ব্যক্তি মোক্ষ লাভ করেন। চলতি বছরের সফলা একাদশী একাধিক কারণে শুভ। কারণ এই তিথিতে তিনটি খুবই শুভ যোগ তৈরি হচ্ছে। সফলা একাদশী কবে? জেনে নিন
আরও পড়ুন,
* Elon Musk: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার প্রথম স্থান থেকে ছিটকে গেলেন ইলন মাস্ক
সফলা একাদশী(Saphala Ekadashi)-র তারিখ ও সময়
হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি ১৯শে ডিসেম্বর (সোমবার) ভোর ৩টে ৩২ মিনিটে আরম্ভ হবে। আর, পরের দিন ২০ই ডিসেম্বর মঙ্গলবার ভোর ২টো ৩২ মিনিট পর্যন্ত। উদয়াতিথি অনুযায়ী ১৯শে ডিসেম্বর পালিত হবে সফলা একাদশী ব্রত।
আরও পড়ুন,
* দুধের সাথে মৌরি খেলে জ্বলবে দিমাগ কি বাত্তি, উধাও হবে একাধিক রোগ ব্যাধি
সফলা একাদশী (Saphala Ekadashi)পুজোর শুভক্ষণ
১৯শে ডিসেম্বর(সোমবার) সকাল ৭টা ৯ মিনিট থেকে ৮টা ২৬ মিনিটের মধ্যে শ্রেষ্ঠ অমৃত যোগে শ্রী বিষ্ণুর পুজো সম্পন্ন করতে পারেন। তবে, এ ছাড়াও সকাল ৯টা ৪৩ মিনিট থেকে বেলা ১১টা ০১ মিনিটের মধ্যেও শ্রী বিষ্ণুর পুজো করা যাবে। এর পর পারণ করতে পারেন ২০ই ডিসেম্বর(মঙ্গলবার)। সফলা একাদশী ব্রত পারণ করা যাবে ২০ই ডিসেম্বর(মঙ্গলবার) সকাল ৮টা ৫ মিনিট থেকে অরম্ভ কোরে ৯টা ১৩ মিনিটের মধ্যে। আর ২০ই ডিসেম্বর(মঙ্গলবার) সকাল ৮টা ৫ মিনিটে শেষ হবে হরি বাসর।

সফলা একাদশীতে শিববাস
১৯শে ডিসেম্বর সকাল থেকে শুরু করে ২০ই ডিসেম্বর ভোর ২টো ৩২ মিনিট পর্যন্ত শিববাস। শাস্ত্র মতে শিববাসে রুদ্রাভিষেক করানো হয়ে থাকে।
আরও পড়ুন,
* Srabanti Chatterjee: হোটেল রুম থেকে এই ছবি ফাঁস করলেন শ্রাবন্তী, রইল তাঁর ছবি
সফলা একাদশীতে তিন শুভ যোগ
চলতি বছর (২০২২) সফলা একাদশীতে একটি দুটি নয়, তিনটি শুভ যোগ রয়েছে। ১৯শে ডিসেম্বর রয়েছে ত্রিগ্রহী যোগ, লক্ষ্মীনারায়ণ ও বুধাদিত্য যোগ রয়েছে । উল্লেখ্য বিষয় হল, ধনু রাশিতে এক সাথে তিনটি গ্রহ গোচর করছে। ধনু রাশিতে সূর্য, শুক্র এবং বুধের গোচর এর ফলে ত্রিগ্রহী যোগ এর নির্মিত হচ্ছে। আবার অন্যদিকে, সূর্য ও বুধের উপস্থিতি তৈরি করবে বুধাদিত্য যোগ। তাঁর পাশাপাশি বুধ ও শুক্রের যুতির ফলে প্রভাব থাকবে লক্ষ্মীনারায়ণ যোগের। শাস্ত্রমতে এই তিনটি যোগের প্রভাবে চার রাশির জাতকদের লাভ হবে। আর এই চার রাশি হল- বৃষ, ধনু, তুলা, ও মীন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এর প্রভাবে এই সকল রাশির জাতক জাতিকাদের পরাক্রম বৃদ্ধি পাবে। শাস্ত্র মতে টাকা-পয়সা সঙ্গে জড়িত সকল সমস্যায়র সমাধান হবে। এছাড়া, পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন,
* Twinkle Khanna: মা আমরা এত্ত বড়লোক কেন? ছেলের প্রশ্নের যা উত্তর দিলেন টুইঙ্কেল খান্না, জানলে অবাক হবেন