Sophie Choudry: মনোকিনি লুকে সুইমিং পুলের নীল জলে সোফি চৌধুরী, স্টাইল দেখে মুগ্ধ ভক্তরা

বর্তমান প্রজন্মের কাছে অন্যতম পরিচিত সোফিয়া চৌধুরী(Sophie Choudry)।আমেরিকান একজন পপ গায়িকা হওয়ার পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রির সাথেও তিনি যুক্ত। অনেক ছোট বয়স থেকেই গান করছেন সোফিয়া চৌধুরী (Sophie Choudry)। আর সোশ্যাল মিডিয়ার তিনি অন্যতম সেনসেশন। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজের বোল্ড, হট লুকের সূত্র ধরে চর্চার আলোয় থাকেন সোফিয়া চৌধুরী(Sophie Choudry) । এই মুহূর্তে সেই সূত্রেই ফের পারদ চড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার।

Sophie Choudry
Sophie Choudry

সম্প্রতি সোফিয়া চৌধুরী(Sophie Choudry) তাঁর ইনস্টাগ্রামের পাতায় একটি মনোকিনি লুক শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ছবি শেয়ার হতেই চর্চিত উঠে এসেছেন তিনি। ছবিতে মব কালারের মনোকিনিতে সুইমিং পুলের নীল জলে ফুরফুরে মেজাজে সময় কাটাতে দেখা গিয়েছে সোফিয়া চৌধুরী(Sophie Choudry)কে। খোলা চুলে আর জলে ভিজে শরীরের পাশাপাশি বিনা মেকাপ লুকে ছিলেন তিনি। আর নিজের এই মনোকিনি লুক পুরো করার জন্য গলায় তিনি একটি সুন্দর নেকলেসও পরেছিলেন। ছবিতে দেখা গিয়েছে নিজের বক্ষভাঁজ ক্যামেরার সামনে ফ্লন্ট করতে দেখা গিয়েছে সোফিয়া চৌধুরী(Sophie Choudry)কে। তার এই বোল্ড লুকে চোখ ধাঁদিয়ে গিয়েছে তার অনুরাগীদের।

আরও পড়ুন,
* Rashmika Mandanna: শর্ট ড্রেসে পা তুলতেই বেরিয়ে এল অন্তর্বাস, oops moments -এর শিকার পুষ্পা অভিনেত্রী রশ্মিকা মান্দানা!

এই মুহূর্তে সোফিয়া চৌধুরী(Sophie Choudry) নিজের এই লুককে কেন্দ্র করেই গোটা সামাজিক মাধ্যমের তাপমাত্রা বাড়িয়ে তুলেছেন। ঝড় তুলেছেন সাইবারবাসীদের মনেও। এর আগেও বহুবার সোফিয়া চৌধুরী(Sophie Choudry) মনোকিনি লুকে ধরা দিয়েছেন নেটদুনিয়ায়। অন ক্যামেরা হোক অথবা অফ ক্যামেরা সর্বদাই সোফিয়া চৌধুরী(Sophie Choudry)র মুখে চোখে থাকে বোল্ডনেসের ছাপ।

আরও পড়ুন,
* প্রতিনিয়ত ঘুমের ওষুধ খাচ্ছেন? হতে পারে মারাত্মক বিপদ, সতর্ক হন

 

View this post on Instagram

 

A post shared by SOPHIE (@sophiechoudry)

তার চোখের চাহনিতে সর্বদাই যেন আবেদনের ছোঁয়া, যা কিনা নিমেষের মধ্যে ঘায়েল করে তার অগণিত অনুরাগীদের। আর একথা বলাই বাহুল্য, পপ গায়িকা সোফিয়া চৌধুরী(Sophie Choudry)র মনোকিনি লুকে এই মুহূর্তে মজে রয়েছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন,
* Monalisa: বোল্ড লুকে ভক্তদের মনে ঝড় তুললেন মোনালিসা, এমন নাচের ভিডিও সামনে এসেছে হু হু করে ভাইরাল

* Janhvi Kapoor: স্টাইল করতে গিয়ে যত সমস্যা, শ্রীদেবীর কন্যার এমন ছবি নেট দুনিয়ায় ভাইরাল, দেখুন
* WBPSC: রাজ্যের সরকারি দপ্তরে নিয়োগ, বেতন মাসে প্রায় দেড় লক্ষ টাকা
* নির্বাচনের আগেই দারুন সুখবর, এ বার মোদি সরকার সকলকে দেবে ৫০,০০০ টাকা! জানুন পাবেন কিভাবে