Srabanti Chatterjee: টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার একজন অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে মাঝে মধ্যেই তিনি নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। অভিনেত্রির ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের মধ্যে।
তবে তিনি নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই তিনি পড়তে দেননি নিজের কাজের উপর। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী(Srabanti Chatterjee)। নিজের কাছের মানুষদের সাথেও একান্তে সময় কাটান, তার সোশ্যাল মিডিয়ার পাতাতে উঁকি দিলেই যার ঝলক মেলে। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি অথাবা ভিডিওর জন্য চর্চিত হন শ্রাবন্তী।
আরও পড়ুন,
* Esha Gupta: আয়নার সামনে দারিয়ে এমন কাজ করলেন অভিনেত্রী এষা, সাহসী ভিডিও ইন্টারনেটে ভাইরাল
* Web Series: ‘বাবা নিরালা’ দিয়ে লজ্জার সব সীমা অতিক্রম করলেন এশা গুপ্তা, এই দৃশ্য দেখে কামুক ভক্তরা নিয়ন্ত্রণহীন
এই মুহূর্তে ফের বিয়ের সাজে দেখা গিয়েছে শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)-কে। এ দিন বটল গ্রীন বেনারসীতে একেবারে সাবেকী গয়নায় সেজে উঠেছিলেন শ্রাবন্তী। নেটদুনিয়ায় শ্রাবন্তীর কনের সাজে সেজে ওঠার ঝলক ভাইরাল হয়েছে। এই মুহূর্তে সেটি জনপ্রিয় ফ্যাশান স্টাইলিস্ট রুদ্র সাহা ও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)-র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই অভিনেত্রীর এই ভিডিও নেট নাগরিকদের মাঝে ভাইরাল হতে খুব বেশী সময় লাগেনি। অবশ্য সে কথা আর আলাদাভাবে বলার কোন দরকার নেই। তবে অভিনেত্রীর এই বিয়ের সাজ নেটদুনিয়ায় ভাইরাল হতেই ফের নানা প্রশ্ন তুলেছেন একাংশ নেটজনতার। তবে অভিনেত্রী শ্রাবন্তী চলতি বছরে পুজোর সময় এই সাজে সেজে উঠেছিলেন।
বিজয়া দশমী উপলক্ষে সিঁদুর খেলার একটি সিকুয়েন্স শুট করার জন্যই এই সাজে সেজেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী(Srabanti Chatterjee)। নেট মাধ্যমে তারও ঝলক রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রীকে যে আবারো কনের সাজে দেখে মুগ্ধ হয়েছেন তার অগণিত অনুরাগীরা, সে কথা আর আলাদাভাবে বলার কোন অপেক্ষাই রাখে না। সম্প্রতি ভাইরাল হওয়া অভিনেত্রীর রিল ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই তা স্পষ্ট হবে সবটা।
আরও পড়ুন,
* Salman Khan: জন্মদিনে প্রাক্তনের কপালে মিষ্টি চুমু এঁকে দিলেন সালমান, ইন্টারনেট দুনিয়ার পাতায় ভাইরাল ভিডিও
* Ullu Web Series: লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করেছে উল্লুর এই ৫ ওয়েব সিরিজ, প্রকাশ্যে এসেছে এরকম ছবি