আজব ঘটনা, কাঁদলেই নাকি চোখ থেকে বের হচ্ছে পাথর। আর তাতেই ভয়ে পাচ্ছেন কুসংস্কারাচ্ছন্ন এলাকাবাসীরা। উত্তরপ্রদেশের বছর ১৫-র ওই কিশোরীর এমন খবর প্রকাশিত হয়েছে জাতীয় সংবাদমাধ্যমেও।
এই কিশোরী কনৌজের গাদিয়া বালিদাসপুরের বাসিন্দা। তাঁর অভিভাবকরা জানিয়েছেন, আর গত কয়েকমাসে সেই কিশোরীর চোখ অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর কাঁদলেই তার চোখ থেকে বের হচ্ছে ছোট ছোট পাথর। এই ধরণের ঘটনা খুবই বিরল। শেষবার ইয়েমেনে এক ১২ বছরের কিশোরীর এমন ধরনের ঘটনাটা ধরা পড়েছিল।
তার ক্ষেত্রেও চোখ থেকে বের হয়েছিল একই ধরণের পাথর। এ বিষয়ে এক চক্ষু বিশেষজ্ঞ বলেছেন, এমন ঘটনার ব্যাখ্যা সম্ভাব নয়। সম্ভবত যারা পাথরের কাজ করেন, অর্থাৎ মার্বেলের, পাথর কাটা ইত্যাদি ইত্যাদি করলে চোখে, নাকে পাথরের গুঁড়ো প্রবেশ করতে পারে।
সেটাই অশ্রুথলিতে কোনওভাবে আটকেও যেতে পারে। এবং অশ্রুথলির গঠনে ত্রুটি থাকার কারণে সেগুলি জমে যাওয়ারও সম্ভাবনাও হতে পারে।
তবে এ বিষয়ে ঠিক কি কারনে এমন হচ্ছে তা সঠিক ভাবে কিছুই বলা যাচ্ছে না।