Sunita Baby Video: হরিয়ানভি জনপ্রিয় নৃত্যশিল্পী সুনিতা বেবি(Sunita Baby) বর্তমানে মিডিয়ায় লাইমলাইটে। প্রায় দিনই তার কোনো না কোনো ভিডিও নেটে দুনিয়াতে ভাইরাল হতে দেখা যায়। সুনিতা বেবি(Sunita Baby)-র নাচ ও স্টাইল দেখে অগুন্তি মানুষ মোহিত হয়ে যান। তার প্রতিটি স্টেপ দর্শকদের মন কেরে নেয়।
আবার এমন অনেকেই আছেন যারা সব কাজ ভুলে সুনিতা বেবি(Sunita Baby)-র সঙ্গে স্টেপে স্টেপ মেলাতে থাকেন। তাই তো সুনিতা বেবি(Sunita Baby সর্বদাই রয়েছেন মিডিয়ার শিরোনামে। প্রায়ই ইউটিউব মাধ্যমে সুনিতা বেবি(Sunita Baby)-র নাচের ভিডিও দেখতে পাওয়া যায়। এটা হয়ত সকলেই জানেন হরিয়ানভি নৃত্যশিল্পীরা মঞ্চে আসার পর তাদের চারপাশের পরিবেশ উত্তপ্ত করে তুলতে এতটুকুও সময় নেননা।
আরও পড়ুন,
* Sabyasachi Choudhary: এক মাস হয়ে গেল প্রিয় বন্ধু ঐন্দ্রিলাকে হাড়িয়েছেন, নিজেকে কি ভাবে সামলাচ্ছেন সব্যসাচী? কি বললেন অভিনেতা
* Neha Malik: তোয়ালে পরে বাথটাবে এমন পোজ দিলেন ভোজপুরি নায়িকা নেহা মালিক, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ছবি
তবে সুনিতা বেবি(Sunita Baby)-র কাছে আলাদা রকমের প্রতিভা রয়েছে। যখনই তার নাচের পালা আসে, দর্শকরা তা দেখে একেবারে পাগল হয়ে যায়। সম্প্রতি এই হরিয়ানভি নৃত্যশিল্পী সুনিতার আরেকটি নাচের ভিডিও নেটে দুনিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে নাচতে গিয়ে সুনিতা বেবি এত আশ্চর্যজনক অভিব্যক্তি দিয়েছেন যে, সকলেই তা দেখে বেশ অবাক হয়ে গিয়েছেন।
যে কারনে সুনিতা বেবি(Sunita Baby)-র অঙ্গভঙ্গিতেও নাচতে শুরু করে দিয়েছেন
দর্শকরা। সুনিতা বেবির স্টেজ নাচ দেখতে দূর- দূরান্ত থেকে বহু মানুষ আসেন তার পারফরমেন্স দেখতে। এখন যে নতুন ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে সুনিতার লটকা-ঝাটকা ।
সুনিতা বেবি (Sunita Baby) তার কিলার স্টাইল দিয়ে সকলের মন জয় করেছেন এবং বর্তমানে তার স্লিম ফিগার থেকে চোখ সরিয়ে নেওয়া কঠিন হয়ে দারিয়েছে ভক্তদের পক্ষে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে সুনিতা বেবি (Sunita Baby)-কে জনপ্রিয় “মেরা বুড়া বালাম” গানে নাচতে দেখা গিয়েছে।
আরও পড়ুন,
* Recipe: শীতের দিনে ভাতের থালা সাফ হবে এক তরকারিতে, শিখে নিন দুর্দান্ত স্বাদের ডিম ফুলকপি কষা তৈরির রেসিপি
* Manipur: আর্জেন্তিনার জয়ের উল্লাসের মাঝেই ছুটে এল গুলি, প্রান হারালেন মহিলা
* ভাইরাল বিরল প্রজাতির ৩টি কালো গোখরো সাপ, একসাথে ফনা তুলে আছে শালগাছ জড়িয়ে