মনের মানুষের সাথে বিয়ে! আনন্দে নাচতে নাচতে সাতপাক ঘুরলো কনে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
বহু বছরের ভালোবাসার পর অন্ত হলো অপেক্ষার বিবাহসূত্রে আবদ্ধ হলো তারা। কি দারুন এক মুহুর্ত যখন চার হাত এক হচ্ছে, যখন সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাওয়া।
ছোট ছোট কষ্টকে একে অপরের সঙ্গে শেয়ার না করে নিজের মধ্যে রেখে দেওয়া। ইগোর জন্য নিজের মনের কথা প্রিয় মানুষ টিকে না বলা ,এই সমস্ত কারণে আজকাল অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে।
ভালোবাসার উপর বিশ্বাস রেখে , প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করে সমস্ত বাধা পেরিয়ে শেষ পরিণতিতে পরিণত হলো এই নতুন জুটি।
সাত পাকে আবদ্ধ হওয়ার সময় কনে নাচতে নাচতে ঘুরল , এতেই বোঝাযাছে ভালো বাসার মানুষটিকে পেয়ে কত টা খুশি।
যদিদং হৃদয় মম তদস্তু হৃদয়ং তব এই মন্ত্রের মাধ্যমে এবং সিঁথিতে একটু সিঁদুর দানের মাধ্যমে সম্পূর্ণ হলো তাদের এই বিবাহে আবদ্ধ হওয়া। এই ভিডিওটি নেট জগতে প্রচুর আলোড়ন ফেলেছে সকলের মনকে ছুঁয়ে গেছে।
সম্প্রতি বাঙালিয়ানা নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। শেষে একটি কথাই বলবো ভালবাসার জয় হোক পরিণতি পাক সবার ভালবাসা। আর এই নতুন জুটিকে নতুন জীবনের জন্য অনেক অনেক অভিনন্দন।