ভিকির সঙ্গে বিয়ে পর্ব সেরে ফের সলমনের কাছে ফিরছেন নববধূ ক্যাটরিনা, হৈচৈ বলিউডে

গত ৯ ডিসেম্বর প্রেমকরে রাজস্থানের সওয়াই মাধেপুরের বারওয়ারা ফোর্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই তারকা কাপলের বিবাহ ঘিরে ছিল হাই সিকিউরিটি। এঁদের বিবাহ আসরে প্রবেশ করতে ব্যবহার হতো বিশেষ পাসওয়ার্ড। এমনকি মোবাইল সঙ্গে নিয়ে প্রবেশ করা বর্জিত ছিলো। তবে এরা নিজের অনুরাগী ভক্তদের কথা চিন্তা করে বিয়ের দিনই বিয়ের ছবি পোস্ট করেছিলেন ক্যাটরিনা ও ভিকি।

এরসঙ্গে নিজেদের সমস্ত অনুষ্ঠানিক ছবি যেমন, গায়েহলুদ, ও মেহেন্দির, এবং সংগীতের ছবিও পোস্ট করেছিলেন। রাজস্থানের হাইপ্রোফাইল বিয়ের আসর বলে কথা। তবে করোনা সম্পর্কিত চিন্তার কারণে বিয়েতে বলিউডের সকলকে নিমন্ত্রণ করাটা সম্ভব হয়েওঠেনি ভিকি ও ক্যাটরিনার পক্ষে। সামান্য কজন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্য সব মিলিয়ে ১২০ জন মতো নিমন্ত্রণ করে ছিলেন তারা। তবে বিবাহ পর্ব শেষ হবার পর এবার গ্র‍্যান্ড রিসেপশনের পালা।

আর এই রিসেপশন পর্বে কিন্তু কোনো কিপ্টেমি করছেননা তারা। এরই মধ্য ভিক্যাট ইন্ড্রাস্টির বন্ধুদের উপহার সাথে নিমন্ত্রণ পত্র পৌঁছে যাচ্ছে সকল সেলিব্রিটিদের দরজায় দরজায়। এবার পালা গ্র‍্যান্ড রিসেপশনের। আর নয় চুপিচুপি প্রেম, গত বৃহস্পতিবার সামাজিক মতে বিয়ে সেরে এখন খুল্লামখুল্লা স্বামী-স্ত্রী ভিক্যাট।

তবে উল্লেখযোগ্য বিষয় হল বিয়ের পরই কিন্তু এখনই এই কাপলের কোনো রকম কোন হানিমুনে পরিকল্পনা নেই।কারণ অভিনেত্রী ক্যাটরিনার সিডিউল অনুযায়ী তিনি বিবাহ পর্ব সেরেই কিন্তু যোগ দেবেন শ্যজটিংয়ের কাজে। ছুটি কাটিয়ে ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে মন দেবেন অভিনেত্রী। বিয়ের রিসেপশন মিটলেই নিজের প্রাক্তন সলমনের সাথে আবারও বিগ স্ক্রিনে ফিরবেন অভিনেত্রী ক্যাটরিনা।

আর তার কারণ শ্যুটিং চলছে ‘টাইগার থ্রি’ ছবির। এখানে ফের একই ফ্রেমে ফিরবে পুরোনো প্রেমকাহিনী। বিয়ের পর্ব শেরেই কাজে ফিরছেন ক্যাটরিনা। তবে এই মুহূর্তে কিন্তু ভিক্যাট নিজেদের বৈবাহিকের বিশেষ মুহূর্ত রয়েছেন।