এইরূপ ভাগ্যরেখা বিশিষ্ট মহিলা যে পরিবারে যান সেই পরিবারের আয় উন্নতি হবে দ্রুত গতিতে

হস্তরেখা বিচার করার ব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ রেখাই হল ভাগ্যরেখা। আর এই রেখাটা অনেক সময় কব্জি এবং মনিবন্ধের উপর থেকে শনির ক্ষেত্র পর্যন্ত যেতে পারে।

ভাগ্যরেখা আমাদের জীবনের অনেক সময় অনেক রকম ইঙ্গিত করে থাকে। যেমন ধরুন সৌভাগ্য, দুর্ভাগ্য। সাধারণত ভাগ্যরেখা মনিবন্ধের উপর থেকে তৈরি হলেও, কখনো কখনো চন্দ্রের ক্ষেত্র থেকেও শুরু হতে দেখা যায়।

যদি কোন ব্যক্তির ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে শুরু করে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হয়। সেই ব্যক্তি সাধারণত রাজনীতির সঙ্গে যুক্ত হন বা রাজনীতিতে সুনাম লাভ করে থাকেন।

ঠিক এইরকমই ভাগ্যরেখা যদি থাকে, তাহলে তিনি চিন্তাশীল হবেন। অনেক অর্থের এবং একাধিক ব্যবসার মালিক হতে পারেন। আবার এই রকম ভাগ্যরেখার সাথে, যদি কনিষ্ঠার নখ ছোট হয় তাহলে রাজনীতি ও ব্যাবসাতেও সফলতা বৃদ্ধিপায়।

যে ব্যক্তির চন্দ্রের ক্ষেত্র থেকে শুরুকরে শনির ক্ষেত্র পর্যন্ত ভাগ্যরেখা বিস্তৃত থাকে। তাহলে সেই ব্যক্তির কিন্তুভাই, বোন, এবং ভগ্নিপতির সঙ্গে ব্যবসা ভালো হবার সম্ভাবনা থাকে।

আবার চন্দ্রের ক্ষেত্র থেকে শুরু করে শনির ক্ষেত্র পর্যন্ত ভাগ্যরেখা বিস্তৃত থাকা মহিলারা যে পরিবারেই থাকেন সেই পরিবারের আয় উন্নতির বৃদ্ধি পায়। বিবাহের পড়ে স্বামীর ঘরে গেলে পিতৃগৃহের ক্ষতি হয়, এবং পারিবারিক উন্নতির অবনতি ঘটে ও পরিবারের সদস্যদের বিভিন্ন রোগ হয়ে থাকে। আর স্বামীর ঘরে উন্নতি হয়।

তবে যদি চন্দ্রের ক্ষেত্র থেকে শুরু করে হৃদয়রেখায় গিয়ে মিশে যায়। তাহলে আয় উন্নতির বাধা সৃষ্টি করে থাকে। এবং অংশীদারি ব্যবসায় লাভবান হওয়া যায়না, ও অনেক রকম সমস্যা দেখা দিয়ে থাকে।