২৫ বছরে কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ সরকারি এই স্কিমে!

অনেকেই টাকা সঞ্চয় করে রাখেন পরবর্তী জীবন নিরাপদে কাটানোর জন্য। বেশি পরিমাণ টাকা জমিয়ে রাখলে ভবিষ্যত যেমন সুনিশ্চিত হয় তেমনি চিন্তা দূর হয়। তবে বর্তমানে শুধুমাত্র পেশার উপর নির্ভর করে সঞ্চয় করা কখনোই সম্ভব নয়।

সম্ভব হলেও সেটি কঠিন। তাই এবার একটি প্রকল্প চালু হয়েছে যেখানে বিনিয়োগ করলে আপনি হতে পারেন কোটিপতি। সঠিক জায়গায় কষ্টের পয়সা বিনিয়োগ করলে আর চিন্তা থাকে না।

কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না সেই সঠিক বিনিয়োগ স্থান। সরকারের একটি স্কিমে নিয়মিত ৪১৬ টাকা বিনিয়োগ করে আপনি হতে পারেন কোটিপতি। তাই এমন একটি জায়গায় টাকা জমা করতে হবে যেখানে টাকা সুরক্ষিত থাকবে আবার ভাল সুদ পাওয়া যাবে।

তার জন্য সবথেকে ভালো অপশন হলো সরকারের সেভিংস স্কিমে টাকা জমানো। সরকারের এই স্কিমে সুদের উপর কোনোরকম বদল আনা হয়নি। পিপিএফ অ্যাকাউন্টে ৭.১ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। এই অ্যাকাউন্ট ম্যাচিউর হওয়ার সময় ১৫ বছর।এরপরের ৫ বছর অন্তর অন্তর গ্রাহক সময়সীমা বাড়াতে পারে।

একবছরে ১.৫ লক্ষ টাকা পেতে চাইলে প্রতি মাসে ১২,৫০০ টাকা জমা করতে হবে। তাহলে সেটি ১৫ বছরে গিয়ে গ্রাহক পাবেন ৪০ লক্ষ ৬৮ হাজার ২০৯ টাকা। যার মধ্যে জমা টাকা ২২.৫ লক্ষ টাকা এবং সুদ ১৮ লক্ষ ১৮ হাজার ২০৯ টাকা। পিপিএফ(Public Provident Fund) অ্যাকাউন্টে যদি টানা ২৫ বছর টাকা জমা করা যায় তবে ২৫ বছর পর সেই টাকার পরিমাণ দাঁড়াবে ১,০৩,০৮,০১৫ টাকা৷ অর্থাৎ আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন সফল।