বডিবিল্ডার থেকে বডিগার্ড হয়ে রাতারাতি কোটিপতি, আমির খানের দেহরক্ষীর বেতন জনলে আঁতকে উঠবেন

বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী মানেই তাদের বডিগার্ড নিত্য প্রয়োজনীয় একটি বিষয়। তাই সকল জনপ্রিয় তারকাদের বডিগার্ড রাখতে দেখা যায়। তাদের মধ্যে একজন হলেন আমির খান (Amir Khan)।

26546

সাধারণ মানুষদের মতন তারা কখনোই প্রকাশ্যে চলাফেরা করতে পারেন না। অনস্ক্রীনে যত বড় তারকা হন বাস্তবে প্রকাশ্যে বেরোলেই তাদের বডিগার্ড লাগে। আর বলিউড তারকাদের বডিগার্ড মানে মোটা অঙ্কের বেতন। আমির খানের বডিগার্ড হলেন যুবরাজ গোড়পাড়। তার বেতন শুনলে চমকে উঠবেন সকলে। আমির খানের স্ক্রীনের খবর থেকে তার ব্যক্তিগত জীবন সকল স্তরেই মানুষ খবর নিতে চায়। আমির খান অনেক অল্প বয়সে বিয়ে করেন রীনা দত্তকে। এরপর তার সঙ্গে রীনা দত্তের সম্পর্ক ভেঙে যায়।রীনার সঙ্গে ডিভোর্স হওয়ার পর আমির লিভ-ইন থাকতে শুরু করেন। তার পেশাগত জীবনে তিনি সাফল্যের চূড়ায় অবস্থান করছেন।

63454

এহেন একজন তারকার যে বডিগার্ড নিত্য সঙ্গী হবে তা বলাই বাহুল্য। যুবরাজ গোড়পাড় হতে চেয়েছিলেন বডি বিল্ডার। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায়।

তিনি হয়ে যান বলিউডের মিস্টার পারফেকশনিস্টের বডিগার্ড। ১৬ বছর বয়সে যুবরাজ পড়াশোনা ছেড়ে নিরাপত্তারক্ষীর কাজ শুরু করেন। বেঁচে থাকার জন্য তিনি একটি কাজ খুঁজছিলেন। তাই তিনি দেহরক্ষী হওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই কাজে যোগ দেন।

35461544

এরপর তাকে আমির খানের কাছে পাঠানো হয়। তার সঙ্গে আমির খানের এত ভাব হওয়ার কারণে মাঝেমধ্যে অভিনেতার বন্ধুরা ঈর্ষা করেন।আমিরের বডিগার্ড হওয়ার জন্য যুবরাজ তার বেতন হিসেবে বাৎসরিক ২ কোটি টাকা পান।