বাড়ির বাচ্চাদের পড়াশুনায় উন্নতি হচ্ছে না? জ্যোতিষ শাস্ত্রের বাস্তু মতে, মেনে চলুন এই টোটকাগুলি। এতে করে দেখবেন যে সমস্ত ছোটো ছেলে মেয়েরা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না অথবা পড়াশোনা করতেই চায় না অথবা পড়াশোনা করলেও তাদের তা মনে থাকছেনা।
তাদের জন্য এই টোটকা অসাধারন কাজ করবে। জেনেনিন এই অসাধারণ টোটকা… জ্যোতিষ শাস্ত্রের বাস্তু শাস্ত্র মতে, আপনার বাড়ির মাঝখানে অথবা বাড়ির পশ্চিম দিকে বাড়ির পড়ার ঘর তৈরি করুন। জ্যোতিষ শাস্ত্রের বাস্তু শাস্ত্র মতে, এই দিকে যদি পড়ার ঘর তৈরি করেন, তবে অনেকটা উন্নতি হবে।
পড়াশোনায় উন্নতির সাথে সাথে অর্থনৈতিক উন্নতিরো সম্ভাবনা রয়েছে। আর শুধুমাত্র তাই নয়, যদি এই দিকে পড়াশোনার ঘর তৈরি করেন, তবে ঘরে শান্তি বজায় থাকবে। আর শোওয়ার ঘরকে কিন্তু বাড়ির উত্তর-পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিকে না করাই শ্রেয়, শোওয়ার ঘর সর্বদাই দক্ষিণ পশ্চিম দিকে থাকলেই বেশি ভালো হয়।
আর মাথায় রাখতে হবে পড়তে বসবার সময় কিন্তু অবশ্যই পূর্ব দিকে মুখ করেই পড়তে বসতে হয়। আর এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু রয়েছে। সকাল বেলায় পূর্ব দিক থেকেই কিন্তু সূর্যের আলো এসে পড়ে, সেকারণে পূর্বদিকের জানলা যদি খুলে দিয়ে পড়াশোনা করতে পারেন, তবে শরীর-মন সবই কিন্তু ভালো থাকবে। যার সরাসরি ভালো প্রভাব পড়বে পড়াশোনার উপর। শরীর ও মন যত ভালো থাকবে ততই মনোযোগ বৃদ্ধি পাবে।
আর মাথায় রাখতে হবে এবং পালনও করতে হবে বাড়ির দরজার দিকে বসে কিন্তু একদম পড়তে বসা যাবে’না। এমন সব জায়গায় পড়তে কখনোই বসবেন না, যেখানে বসলে আয়নাযতে মুখ দেখা যাবে, কারন আয়নায় যদি মুখ দেখা যায় তবে কিন্তু কোনদিনই আপনি তেমন ভালো ফল পাবেনই না। আর শোয়ার ঘরে পড়তে না বসাই শ্রেয় । তার কারণ হল শোওয়ার ঘরে পড়তে বসলেই মনঃসংযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।