বৃহস্পতিবার হলুদ দিয়ে এই টোটকা করলে ‘মা লক্ষ্মী’ ধরা দেবেন আপনার গৃহে

হিন্দু ধর্ম মতে বৃহস্পতিবার হল মা লক্ষ্মী, বিষ্ণুদেবে ও দেবগুরু বৃহস্পতির উপাসনার বিশেষ দিন। এই দিনে মা লক্ষ্মীর আরাধনার সাথে সাথে হলুদ দিয়ে কিছু টোটকা করলে তার উপযুক্ত ফল পাওয়া যায়। আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বৃহস্পতিবারে হলুদ দিয়ে কোন কোন টোটকা করলে মা লক্ষ্মী ধরা দেবেন আপনার গৃহে

বৃহস্পতিবারে হলুদ দিয়ে যে টোটকা করলে মা লক্ষ্মী ধরা দেবেন আপনার গৃহে:

বৃহস্পতিবারে হলুদ রঙের ব্যবহার খুবই শুভ বলে মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে। আর এদিন কোনো হলুদ জিনিস দান করলেও প্রীত হন বৃহস্পতি। বৃহস্পতিবারে হলুদ দিয়ে কয়েকটি সহজ টোটকা করতে পারলে প্রীত হন লক্ষ্মী দেবী। আর এর ফল সরূপ সেই বাড়িতে বসবাস করেন মা লক্ষ্মী, ফলে পরিবারের সকল সদস্যদের জীবনে উন্নতির নতুন নতুন পথ খুলে যায়। তাহলে জেনে নেওয়া যাক বৃহস্পতিবার হলুদ দিয়ে কোন টোটকা করা জরুরি।

১) যদি বৃহস্পতিবারে হলুদ দান করতে পারেন তবে স্বাস্থ্যন্নোতি হবে। আর এর ফলে দেবগুরু বৃহস্পতির অশুভ দশা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় আর তো আর পুরনো অসুখ বিসুখ থাকলেও তা সেরে যাবে এমনটা জ্যোতিষ শাস্ত্রের মতামত।

২) যদি ব্যবসায় বারবার নানা রকম বাধার মুখে পড়েন অথবা ব্যবসায় আরও উন্নতি করতে চান তবে বুধবার রাতে একটি পাত্রে কিছুটা জলের মধ্যে একটু জাফরান এবং কালো হলুদ গুলে রেখে নিন। এরপর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে এই জাফরান এবং কালো হলুদ গুলে রাখা জল দিয়ে লকার অথবা ভল্টে স্বস্তিক চিহ্ন আঁকুন। এরপর প্রতিদিন এখানে নিয়ম করে পুজো করুন, ফলে আপনার সবরকম আর্থিক সমস্যা দূর হবে এবং আপনার ব্যবসায় উন্নতি হবে।

‘প্যাঁচা’ই কেন ‘মা লক্ষী’র বাহন?

৩) যদি বিয়ে হতে দেরি হয় অথবা বিয়েতে যদি বারবার বাধা আসে তবে রোজ সকাল বেলা স্নান করে কপালে হলুদের তিলক লাগান। এর পাশাপাশি প্রতি বৃহস্পতিবারে গণপতিজিকে হলুদ নিবেদন করুন। এই টোটকা ঠিকমত করতে পারলে আপনি উপকৃত হবেন।

৩) প্রতি বৃহস্পতিবার শ্রী শ্রী গণপতির কপালে হলুদ এর তিলক লাগান এবং নিজেও হলুদের টিকা বা তিলক বা টিপ পরুন। এই টোটকা করলে আপনি সব কাজেই সাফল্য পাবেন।

৪) প্রত্যেক বৃহস্পতিবারে শ্রীবিষ্ণু দেবের আরাধনা করে হাতে হলুদ নিয়ে বিষ্ণু সহস্রনাম জপ করুন। এই টোটকা করলে আপনি কাজে সাফল্য অর্জন করবেন এবং আপনার আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে থাকবে।

Anushka Shetty: ব্যক্তিগত মুহূর্তে ছবি ফাঁস বাহুবলী নায়িকার, অনেক কান্নাকাটি করেছিলেন নায়িকা, প্রকাশ্যে এল আসল সত্য

৫) যদি আর্থিক সমস্যায় জেরবার হয়ে থাকেন তবে বৃহস্পতিবারে পাঁচ টুকরো হলুদ একটি ছোট লাল কাপড়ে মুড়ে নিয়ে এটি আলমারির লকারে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মী আপনার উপর খুবই খুশি হবেন ফলে আপনার আর্থিক সমস্যা খুব শীঘ্রই দূরে সরে যাবে।