পোশাকের ফাঁকে বেরিয়ে আছে গোপনঅঙ্গ, নেট দুনিয়ায় কটাক্ষের মুখে ​উরফি জাভেদ, রইল ভিডিও

হিন্দি টেলিভিশন জগতে একটি খুবই জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘বিগ বস’। আর যেখানে অংশগ্রহণ করতে দেখা যায় বহু তারকাদেরকেই। আর এই রিয়েলিটি শোর দর্শকের সংখ্যাও বেশ চোখে পড়ার মতোই। তবে সম্প্রতি এই শো’য়ের এক প্রতিযোগীর ছবি ব্যাপক ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার হয়েছেন তিনি।

উরফি জাভেদ(Urfi Javed) নাম এর এই প্রতিযোগী কিছুদিন আগেই বাদ গিয়েছেন ‘বিগ বস’এর শো থেকে। আর সম্প্রতি তিনি ক্যামেরাবন্দি হলেন মুম্বাই এয়ারপোর্টে।

যেখানে তাকে দেখা যাচ্ছে ব্লু জিন্স ও জ্যাকেট পরিহিত। কিন্তু এখানে চোখে পড়ার মতন বিষয় হলো তার জ্যাকেটটি এতোটাই ছোটো ছিল যেকারনে জ্যাকেটের ভেতরে থাকা অন্তর্বাস দেখা যাচ্ছিলো।

আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল কটাক্ষের শিকার হয়েছেন তিনি। একাধিক কুমন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। একজন তো সেখানে বলেছেন যে, তার জামার বাকি অংশ ইঁদুরে খেয়ে নিয়েছে নাকি। আবার অনেকের মতেই তার একজন ভাল স্টাইলিস্টের প্রয়োজন। এক কথায় বলতে গেলে তার সেই ছবি নেটিজেনদের হাসির খোরাকে পরিণত হয়েছে।

তবে এই সমস্ত বিষয় তিনি এক্কেবারে গায়ে লাগায়না উরফি। যেকারনে এতোকিছু শোনার পরেও তার তরফ থেকে উত্তর মেলেনি। আর উল্লেখযোগ্য বিষয় হল, সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম,

যার দ্বারা জনপ্রিয়তার পাশাপাশি একাধিক সময় ট্রোলিংয়ের শিকারও হতে হয় প্রায় সকলকেই। আসল ব্যাপার হল কোনো কিছু যদি নেটিজেনদের পছন্দ না হয় তাহলে সেগুলি নিয়ে সমালোচনা শুরু করে দেয় তারা। উরফির ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে।