নয়া পালক জুন আন্টির মুকুটে, পাঁচ বছরের কঠোর পরিশ্রম সার্থক, অভিনেত্রীর পাশাপাশি পেলেন ডক্টরেট উপাধি

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বলতে গেলে আগে ‘শ্রীময়ী’-র কথা মনে আসে। এই ধারাবাহিকে ‘জুন আন্টি’ চরিত্রটি যেনো বিরিয়ানিতে আলুর মতন। তিনি না থাকলে ধারাবাহিক জমে না। তার নানান ভাবভঙ্গি দর্শকদের ধারাবাহিকের প্রতি আকৃষ্ট করে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে যেমন নানান ধারাবাহিকের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে তেমনি জুন আন্টির নানান ভিডিও ও ছবি ভাইরাল হয়।

তাকে নিয়ে ফেসবুকে রয়েছে গ্রুপ। এতেই স্পষ্ট জুন আন্টি সকলের কাছে কতটা প্রিয়। তিনি ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও বাস্তবে জীবনে তিনি ভীষণ পজিটিভ।

করোনা পরিস্থিতির মধ্যে তিনি দুস্থদের সাহায্য করেছেন। তার নানান ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে দেখা গিয়েছে। গত বছর করোনার মধ্যে জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী (Ushashi Chakroborty) তার বাবাকে হারান। গত বছর ৬ই আগস্ট তার বাবা শ্যামল চক্রবর্তী করোনার কবলে প্রাণ হারান। তার বাবা ছিলেন রাজনৈতিক মহলে একজন খ্যাতনামা ব্যক্তি। এবার ঊষসীর মুকুটে যুক্ত হল নতুন পালক। তিনি ডক্টরেট উপাধি লাভ করলেন।

আর সেই মূহুর্তের কিছু ছবি ও ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন। সার্টিফিকেট নিতে যাওয়ার এবং নিয়ে আসার পর কয়েকটি ছবি এবং পুরো সময়টির একটি ভিডিও তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ঊষসী জানান, তিনি তার বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে এই সার্টিফিকেট পেয়েছেন। তার বাবা তাকে পিএইচডি করার জন্য উৎসাহ জুগিয়েছেন। কিন্তু প্রিয় মানুষটি যে এতো তাড়াতাড়ি চলে যাবেন তা বুঝতে পারেননি ঊষসী।

20210811 093014

তার এই ডিগ্রী লাভের জন্য তিনি তার গাইড অধ্যাপিকা ঐশিকা চক্রবর্তীকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি ডক্টরেট উপাধি লাভ করলেও তিনি একজন অভিনেত্রী, এটিও স্পষ্ট করে দিলেন ঊষসী।