Vastu Tips: ঠাকুরঘরে এই ৭ ভুল করলে হতে পারে বিপদ, বাড়ি ছেড়ে চলে যাবেন মা লক্ষ্মী

বাড়িতে ঠাকুরঘরে এই ৭ টি ভুল করলে বাড়ি ছেড়ে চলে যাবেন মা লক্ষ্মী। সংসার সুখময় করতে দেখে নিন

Vastu Tips:হিন্দু ধর্ম মতে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ঈশ্বর পুজোর নির্দেশ রয়েছে। আর এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে বিচার করা হয়। তাই তো প্রায় সকলের বাড়িতেই ঠাকুরঘর থাকে। যাঁদের ঘর ছোট তাঁরা বাড়ির শুভকোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজার্চনা করে থাকেন। শাস্ত্র মতে বাড়ির পুজোর স্থান ইতিবাচক শক্তির প্রাণকেন্দ্র। এই স্থান নানান সমস্যা সমাধান করতে পারে, পাশাপাশি পরিবারের সকল ব্যক্তিকে শক্তিশালী করে তোলে। সেকারেন বাড়িতে ঠাকুরঘর তৈরির সময় বেশ কয়েকটি বাস্তু নিয়ম মেনে চলতে হবে। তার করণ ঠাকুরঘরে যদি দোষ থাকে তবে জীবনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন কোন কোন বিষয়ে লক্ষ্য রাখার কথা বলা আছে বাস্তু শাস্ত্রে

স্বামী-স্ত্রীর কে কোন পাশে ঘুমাবেন? জানুন সঠিক নিয়ম

১. ঠাকুরঘর বাড়ির যে কোনও স্থানে বানাবেন না। বাস্তু শাস্ত্র অনুযায়ী ঈশান কোণ অথবা উত্তর দিকে ঠাকুরঘর হওয়া উচিত। ঠাকুরঘরে দেব-দেবী আসন এমন স্থানে হওয়া উচিত, যাতে করে পুজো করার সময়ে ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকে।

Vastu Tips
Vastu Tips: ঠাকুরঘর

২. ভুলেও ঠাকুরঘরে খণ্ডিত মূর্তি রাখবেন না। এমনকি ছেঁড়া ও বিবর্ণ ছবিও রাখবেন না। এমন মূর্তি বা ছবি জলাসয়ে দেওয়া উচিত। ঠাকুরঘরে ভুল করেও পূর্বপুরুষদের ছবি রাখবেন না।

৭০০ পাউন্ড ওজন ছিল, দু’শো কেজির বেশি ওজন ঝরিয়ে এখন ঝরঝরে তরুণী, এত ওজন কমলো কী ভাবে?

৩. বাড়ির ঠাকুরঘর সাধারণত হাল্কা ও শুভ রঙে রাঙিয়ে তোলা উচিৎ। হাল্কা হলুদ, নীল অথবা কমলা রঙ নির্বাচন করতে পারেন। ঠাকুরঘরে কোনও চকচকে রঙ না ব্যবহার করাই ভাল। আর তো আর কালো রঙের ব্যবহার একদমই নিষিদ্ধ।

৪. ছোট খাটো ঘর বলে অনেকেই শয়নকক্ষে ঠাকুরের আসন রাখেন। বাস্তু মতে এমন করা একদম উচিত নয়। শয়নকক্ষ, স্টোররুম অথবা বেসমেন্টে ঠাকুরঘর তৈরি করতে নেই। সর্বদা খোলামেলা স্থানে ঠাকুরঘর তৈরি করা উচিৎ।

৫. ঠাকুরঘরে দেবী-দেবতাদের হাসিমুখের ছবি রাখবেন। উগ্ররূপের দেব-দেবীর ছবি না রাখাই ভাল।

৬. ঠাকুরের মন্দির অথবা সিংহাসনের প্রস্থ কখনও উচ্চতার থেকে বেশি হওয়া উচিত নয়। বাড়ির মধ্যে ঠাকুরের জন্য সিংহাসন অথবা মন্দির তৈরি করলে সে ক্ষেত্রে তাঁর দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত।

বিয়ের পর বাপেরবাড়ি থেকে এই জিনিসগুলি আনতে নেই, দুর্ভাগ্য নেমে আসে জীবনে

৭. কক্ষনও ভুল করেও সিঁড়ির নীচে ঠাকুরঘর তৈরি করবেন না। পাশাপাশি শৌচালয়ের পাশাপাশি যাতে ঠাকুরঘর না-থাকে সে দিকেও খেয়াল রাখতে হবে। আর এই নিয়ম ঠিকমত পালন না-করলে ধিরে ধিরে মানসিক অবসাদ বাড়তে পারে। পাশাপাশি বড়সড় আর্থিক সমস্যার মুখেও পড়তে হতে পারে।

বাড়ির এই স্থানে ময়ূরের পালক রাখলে অর্থনৈতিক সংকট কেটে যাবে