5 Best Night Creams

প্রতিদিনের অভ্যাসে ত্বক পরিচর্যার যে ক্ষেত্রে বিন্দুমাত্র গাফিলতি চলবে না তা হল ত্বকের রাত্রিকালীন পরিচর্যা, ঘুমা নোর আগে ভালো নাইট ক্রিম ত্বকে মাখা খুবই প্রয়োজন

Lakme Absolute Perfect Radiance Brightening Night Cream

এই নাইট ক্রিমটি ত্বকের রিপেয়ার ও ময়েশ্চরাইজ়িংই সুনিশ্চিত করার পাশাপাশি ত্বককে ঝলমলে ও উজ্জ্বলও করে তোলে। গায়ের রং হয় ঝলমলে ও দুধের মত ফর্সা!

Dermalogica MediBac Clearing Overnight Clearing Gel

এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক,  আর অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান সিবাম নিয়ন্ত্রণে রাখতে দারুন সাহায্য করে, এর পাশাপাশি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে ত্বককে সারিয়ে তোলে, ত্বকে আর্দ্রতা রাখতেও ভূমিকা নেয়।

Pond's Gold Radiance Youthful Night Repair Cream

ভিটামিন বি 3, ভিটামিন এ ও আসল সোনার রেণু সমৃদ্ধ পন্ডসের এই নাইট ক্রিমকে বয়স্ক ত্বকের তারুণ্য ফেরানোর জন্য বলা যেতে পারে মৃতসঞ্জীবনী!

Lakme Absolute Youth Infinity Skin Sculpting Night Creme

ম্যাড়মেড়ে আর ঝুলে যাওয়া যদি আপনার ত্বকের প্রধান সমস্যা হয়, তবে নির্ভর করতে পারেন এই অ্যান্টি-এজিং নাইট ক্রিমের উপর। ত্বকের টানটান ভাব বাড়িয়ে তোলের পাশাপাশি ত্বকের বাঁধুনি দৃঢ় করে রাখা।

POND'S Age Miracle Wrinkle Corrector

ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করার পাশাপাশি ত্বকে বয়সজনিত চিহ্নগুলির সাথে মোকাবিলা করতে ব্যবহার করতে পারেন