রন্ধনশৈলীতে সুগন্ধযুক্ত মশলাগুলির মধ্যে  অন্যতম একটি প্রধান উপাদান তেজপাতা

রান্নায় স্বাদবৃদ্ধির পাশাপাশি রয়েছে হাজার উপকারিতা। কিন্তু, তেজপাতার পোড়ালেও কি উপকার মেলে?

প্রবল গরমে ঘরে তেজপাতা পোড়ালে, সারা ঘরে ছড়িয়ে পড়বে এর সুগন্ধি ধোঁয়া, দূরে থাকবে পোকামাকড়

নিয়মিত বাড়িতে ধূপের মতো পাতা জ্বালালে ভাল ফল পাওয়া যায়

ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা, মানসিক কার্যকলাপ বৃদ্ধিতে সাহায্য করে

মাত্র কয়েকটি পাতা একটি পাত্রে পুড়তে দিন। এর সুগন্ধি ধোঁয়া দূর করবে মনের দুশ্চিন্তা