জীবন যেন নায়িকাময়! নুসরত, মধুমিতার পর এবার ‘চিনেবাদাম’র স্বাদ নিতে এনাতে মজলেন যশ

বিগত বেশ কিছু মাস ধরই ব্যক্তিগত জীবন নিয়ে নানান ধরনের ট্রোলিং-এর শিকার হয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। আর অভিনেতা যশ দাশগুপ্ত সম্প্রতি বাবা হয়েছেন। তার প্ৰিয় বান্ধবী নুসরাত জাহান (Nusrat Jahan) গত মাসেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

আর তারপর কেটে গিয়েছে এক মাস। যদিওঅভিনেত্রী প্রথম দিকে তার সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। তবে শিশুটির জন্ম সার্টিফিকেট বলছে বাবার নাম দেবাশীষ দাশগুপ্ত, আর যা আদতে অভিনেতা যশেরই নাম।

অভিনেত্রী নুসরাত জানিয়েছেন যে তিনি এবং যশ নতুন সন্তানের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। তবে নিজের ব্যক্তিগত বিষয়কে সরিয়ে বর্তমানে অভিনেতা যশ নেমেছেন নিজের কাজে। আর তিনি শুরু ইতি মধ্যে করেছেন নতুন ছবির শ্যুটিং। আর অভিনেতা যশ এবার জুটি বাঁধতে চলেছেন এনা সাহার (Ena Saha) সঙ্গে

আর নতুন ছবির নাম হল ‘চিনেবাদাম’। যশ এনা এনা দুজনেই ছোট পর্দা থেকে তাদের অভিনয় জীব শুরু করেছেন। তবে এরপর ধীরে ধীরেই তারা বড় পর্দায় অভিনয় করার সুযোগও পেয়েছেন। এছাড়া নতুন ছবি ‘চিনেবাদাম’-এর প্রযোজনা করছেন অভিনেত্রী এনা সাহা। আর এই ছবিতে প্রযোজনার সঙ্গে সঙ্গে অভিনয়ও করছেন এনা সাহা।

তবে নতুন করে এবার যশ ও অভিনেত্রী এনার জুটিকে দেখবেন দর্শকেরা। আর এই ছবিটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। অভিনেত্রী এনা ও শিলাদিত্যের একসঙ্গে এই প্রথম কাজ। আর এই সিনেমায় অভিনেতা যশ অভিনয় করছেন ‘ঋষভ সেনগুপ্ত’-এর ভূমিকায়। আর অপরদিকে ‘তৃষা’-এর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী এনা সাহা।

99cec22e ea3f 4430 a35e 65eb611757ab

এই ছবিটি হতে চলেছে একটি প্রেমের গল্প। এই প্রথমবারের জন্য নায়ক নায়িকার লুক সকলের সামনে এসেছে। আর তা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।