ভারতীয় সঙ্গীতের জগতে একটি জনপ্রিয় নাম হলো এম এস সুব্বুলক্ষ্মী। সম্প্রতি তার ১০৮ তম জন্মবার্ষিকী পালিত হল। আর তাই এই দিনে তাকে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। জনপ্রিয় গায়িকার প্রতি অভিনেত্রী বিদ্যা যেভাবে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তা সকলের মন জয় করে নিয়েছে। শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এই চরিত্রে অভিনয় করতে চলেছেন। তবে আসল সত্যটি এখনও অভিনেত্রীর কাছ থেকে জানা যায়নি।
এদিন এম এস সুব্বুলক্ষ্মীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অভিনেত্রী একটি আবেগঘন পোস্ট করেন। আর সেই পোস্টে তিনি উল্লেখ করেন, “আমি এম এস সুব্বুলক্ষ্মীকে ভালবাসি। তার গান শুনিয়েই মা আমায় বড় করেছেন। প্রতিদিন সকালে তার গান শুনতাম। এখনও তার কণ্ঠ শুনেই আমার ভোর হয়। তাকে শ্রদ্ধা জানিয়ে আমি ধন্য।” এর পাশাপাশি অভিনেত্রীকে এমন এক দুর্দান্ত লুক দেখা গিয়েছে যা সকলেই প্রশংসা করেছেন।
ভারতীয় গানের জগতে এম এস সুব্বুলক্ষ্মী-এর নাম বেশ জনপ্রিয়। ভারতের মানুষ হিসেবে তার কার্যকলাপ যা দেশবাসীকে গর্বিত করে। সঙ্গীতের সঙ্গে অভিনয় জগতের নক্ষত্র তিনি। তিনি খুব কম বয়সে কর্ণাটকের শাস্ত্রীয় সঙ্গীতে নিজের আধিপত্য বিস্তার করেন। ধীরে ধীরে তার গানের প্রতি ভালোবাসা সকলের কাছে গোচর হতে শুরু করে।
তিনি তার সুরেলা কন্ঠ দিয়ে সকলের মন জয় করতে বেশি সময় নেননি। ভারতীয় সঙ্গীত জগতে তার জনপ্রিয়তা একেবারে প্রথমের দিকে। বিভিন্ন দেশে তিনি তার শাস্ত্রীয় সঙ্গীত ছড়িয়ে দিয়েছেন। ভারতীয় সঙ্গীত বিশ্বের দরবারে হাজির যারা করেছিলেন তাদের মধ্যে তিনি একজন। তার এমন কাজের জন্য তাকে ভারত সরকারের তরফে পুরষ্কৃত করা হয়।
১৯৯৮ সালে ভারত সরকার তাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করে। এছাড়া ১৯৫৪ সালে তাকে ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ১৯৭৪ সালে তাকে রামণ ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত করা হয়। তবে শুধু সঙ্গীত নয়, অভিনয়ের জগতেও তিনি ছিলেন অনন্য৷ ‘মীরা’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন। এর পাশাপাশি ওই ছবির একটি গান নিজেই গেয়েছিলেন এম এস সুব্বুলক্ষ্মী। একাধারে বহুমুখী প্রতিভা ছিলেন তিনি।
আরও পড়ুন,
*নদী ফুলেফেঁপে উঠেছে, বিপদসীমার উপর দিয়ে বইছে কোপাই