প্রেমের টানে ৬৮০০ কিমি পাড়ি! তুতো ভাইকে বিয়ে করলেন ব্রিটেনের এক তরুণী

১ কিমি বা ২ কিমি নয়, ভালোবাসার জন্য দীর্ঘ ৬৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ব্রিটেনের এক তরুণী! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। তবে সেটি দেখে তুমুল সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলা তার মেয়ের বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিমানবন্দরের কনেযাত্রী নিয়ে হাজির তিনি।
ভিডিও থেকে জানা গিয়েছে দীর্ঘদিনের প্রেমিকের সাথে গাঁটছড়া বাঁধতে ব্রিটেন থেকে ডমিনিকান প্রজাতন্ত্রে যাচ্ছেন ওই যুবতী।

দীর্ঘ ৬৮০০ কিলোমিটার পথ আকাশপথে পাড়ি দেবেন তারা। পরে আবার জানা যায় নিজের তুতো ভাইয়ের সাথেই বিয়ে করতে চলেছেন ওই যুবতী। দীর্ঘদিন তার সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। যা দেখার পর নেটিজেনদের একাংশ অবাক হয়ে গিয়েছেন।

তবে আপনাদের জানিয়ে রাখা ভালো এটি কিন্তু বাস্তব ঘটনা নয়। এটি আসলে টেলিভিশন শোয়ের একটি অংশ। ১৯৯৮ সালে ‘আইটিভি এয়ারলাইন’ নামক একটি অনুষ্ঠান সম্প্রচারিত হতো। সেই শোয়েরই একটি অংশ রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে।

তবে বিষয়টি প্রথমে বুঝতে না পেরে সেটিকে সত্য বলেই মনে করেছিলেন দর্শকেরা। তাইতো নানান মন্তব্যে ভরিয়ে তুলেছেন তারা। পরে অবশ্য আসল সত্যি জানা যায়। উল্লেখযোগ্য, এরকম নানান ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেগুলো নিয়ে চর্চা শুরু করে দেন নেটিজেনরা।