সম্প্রতি এবার হলুদ শাড়িতে সকলের বুকে ঝড় তুললেন অভিনেত্রী মিশমি দাস। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। যেখানে নিত্যদিন বিভিন্ন রকমের ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। এছাড়াও তার ধারাবাহিকের বিভিন্ন দৃশ্য তুলে ধরেন।
সেরকমই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে হলুদ শাড়িতে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি। আর তার প্রাণোচ্ছল হাসি দেখে মুগ্ধ নেটিজেনরা। ক্যাপশনে লিখেছেন ‘রো’, অর্থাৎ রোহিনী। মূলত তার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’তে এই চরিত্রেই অভিনয় করেন তিনি।
আর এই চরিত্রটি যে তিনি ভরপুর উপভোগ করেন তা বোঝা যায় তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই। কারণ, বেশিরভাগ ছবিতেই ক্যাপশনে রোহিণী নাম লিখতে দেখা যায় তাকে। উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরেই টেলি জগতের সাথে যুক্ত রয়েছেন মিশমি।
ইতিমধ্যেই একাধিক চ্যানেলে একাধিক ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন। এছাড়াও বড়ো পর্দায় কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। যেখানে নায়কের বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে।
ইতিমধ্যেই সেখানে একাধিক চমক ধরা পড়েছে। একসময়ের খলনায়ক মন্দারের সাথে ধীরে ধীরে তার সম্পর্ক গড়ে উঠছে। সেই মন্দার আবার নায়িকা শ্যামলীর প্রাক্তন প্রেমিক। তবে এরপর কাহিনী কোন দিকে যায় তা একমাত্র সময়ই বলবে। তিনি ছাড়াও এই ধারাবাহিক অভিনয় করছেন রণজয় বিষ্ণু, শ্বেতা ভট্টাচার্য প্রমুখরা।
আরও পড়ুন,
*‘ননদ-বৌদি জুটি’! শুধু গান নয় ভালো নাচতেও পারেন অরুণিতা কাঞ্জিলাল