বিয়ের ৬ দিন পর ফাঁস সোহিনী-শোভনের আইবুড়ো ভাত! মেনুতে কি কি ছিল?

একে একে তাদের বিয়ের সমস্ত ছবি প্রকাশ্যে আসছে। সম্প্রতি সেরকমই এবার সোশ্যাল মিডিয়ায় উঠে এলো শোভন এবং সোহিনীর আইবুড়ো ভাতের একাধিক ছবি। যেগুলি পোস্ট করেছেন সোহিনীর এক কাছের বান্ধবী। নিজের হাতে রান্না করে তাদের আইবুড়ো ভাত খাইয়েছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন শোভন এবং সোহিনী। আর তাদের সামনে সাজানো রয়েছে রকমারি খাবার। যেখানে ভাত, ডাল, মাংস, দই, মিষ্টি থেকে শুরু করে একাধিক পদ রাখা ছিল। ভাতের প্লেটগুলি আবার জুঁই ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে।

একটি ছবিতে দেখা যায় শোভন সোহিনীকে খাইয়ে দিচ্ছেন। ছবিগুলি পোস্ট করে অভিনেত্রীর বান্ধবী লিখেছেন, ‘বান্ধবীকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা।

আবার যদি সেটা তার আইবুড়ো ভাত পর্ব হয়। সোহিনী-শোভন আগামী দিনের সাফল্য কামনা করি, কিছু কারণে পোস্ট করতে একটু দেরী হলো।’

যে ছবিগুলি আবার শেয়ার করেছেন শোভন এবং সোহিনী দু’জনেই। উল্লেখযোগ্য, মাত্র ১ বছর প্রেম করার পরই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি।

এর আগে দু’জনেই অন্য সম্পর্কে আবদ্ধ ছিলেন। তবে সেগুলো বিচ্ছেদের পর তাদের মধ্যে পরিচয় এবং ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে।

সেখান থেকে শুরু হয় প্রেমের যাত্রা। অবশেষে প্রেমের এক বছর পূর্তির দিনেই বিয়ের পিঁড়িতে বসেন তারা। খুবই সাধারণভাবে বিয়ে করেছেন শোভন এবং সোহিনী। যেখানে উপস্থিত ছিলেন কাছের কয়েকজন মানুষ। সম্পূর্ণ বাঙালী রীতি মেনেই বিয়ে করেছেন তারা।