এ যেন গোঁদের উপর বিষফোঁড়া! রিচার্জের দাম বাড়ার পর আরেক ঝামেলা, চিন্তা বাড়লো স্মার্টফোন ব্যবহারকারীদের

সম্প্রতি রিচার্জের দাম অনেকটাই বাড়িয়েছে প্রতিটি টেলিকম অপারেটর সংস্থা। রিলায়েন্স জিও, ভোডাফোন ও এয়ারটেল প্রতিটি টেলিকম অপারেটর সংস্থা ২৫ শতাংশ রিচার্জের দাম বাড়িয়েছে। এর পাশাপাশি গ্রাহকদের এবার স্মার্টফোন ব্যবহারে খরচ যে অনেকটাই বাড়তে চলেছে তা বলাই বাহুল্য। এবার মোবাইল নম্বর পোর্ট করানোর ক্ষেত্রেও বাড়তে চলেছে খরচ।

সম্প্রতি মোবাইল রিচার্জ প্যাকের দাম বেড়ে গিয়েছে। এমত অবস্থায় অনেকেই নম্বর পোর্ট করার কথা ভাবছেন। কিন্তু এবার সিম কার্ড পোর্ট করার আগে অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। নতুন নিয়ম জারি করা হয়েছে সিম কার্ড পোর্ট করার ক্ষেত্রে। আর তা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। টেলিকম অ্যাক্ট ২০২৩ অনুযায়ী একজন ব্যক্তি কতগুলি সিম কার্ড ব্যবহার করতে পারবেন তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

টেলকিম অ্যাক্ট অনুযায়ী একজন ভারতীয়ের সর্বোচ্চ ৯টি সিমকার্ড থাকতে পারবে। এর বেশি সিমকার্ড থাকলে জরিমানা কিংবা জেল অথবা উভয় শাস্তি হতে পারে। এতদিন ইচ্ছে হলেই সিমকার্ড পোর্ট করানো যেতো। যখনই ইচ্ছে হতো নিকটবর্তী মোবাইলের দোকানে গিয়ে করা যেতো পছন্দের নেটওয়ার্কে সিম পোর্ট।

কিন্তু এখন আর তা করা যাবে না৷ TRAI-এর নতুন নিয়ম অনুযায়ী মোবাইল নম্বর পোর্টিং সুবিধা বজায় থাকবে। তবে তার জন্য প্রথমে আবেদন করতে হবে। এরপর অপেক্ষা করতে হবে পরিচয়পত্র থেকে আরও কিছু নথি যাচাই হওয়ার। আগে খুব সহজেই পোর্ট করা যেতো নম্বর। কিন্তু এবার কিছুদিন অপেক্ষা করতে হবে।

প্রথমে ভেরিফিকেশনের জন্য আগের মতন OTP দিয়ে তবে পোর্টিং-এর জন্য আবেদন করতে হবে। জানা যাচ্ছে, আইডি ভেরিফিকেশন ছাড়াও বাসস্থানের প্রমাণপত্র থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। ওটিপি দিয়ে তারপর ৭ দিন অপেক্ষা করতে হবে। এরপরই নতুন সিমকার্ড পাওয়া যাবে।