‘সময় দিন দিয়ে নয় বরং স্মৃতি দিয়ে মাপা যায়!’..রাজ কাপুরকে শ্রদ্ধা জানিয়ে সপরিবারে হাজির আলিয়া

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর এবার ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল’ উপলক্ষ্যে সকলে মিলে হাজির হলেন কাপুর পরিবারের সদস্যরা। সম্প্রতি তারই একাধিক ঝলক তুলে ধরেছেন অভিনেত্রী আলিয়া ভাট। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

যেখানে দেখা যাচ্ছে বলিউডের সমস্ত তারকারাই উপস্থিত হয়েছেন। করিনা কাপুর, আলিয়া ভাট, রনবীর কাপুর, সঈফ আলী খান, রেখা থেকে শুরু করে প্রমুখ তারকারা। আসলে কিংবদন্তী রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।

তাই সেখানে বলিউডের সমস্ত তারকারাই যে উপস্থিত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই ফিল্ম ফেস্টিভ্যালে মূলত তার সবথেকে জনপ্রিয় ১০টি সিনেমা বিভিন্ন শহরের বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হবে। তারই উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছেছিলেন কাপুর পরিবারের সদস্যরা।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘সময় কখনো দিন দিয়ে মাপা যায় না কিন্তু স্মৃতি দিয়ে মাপা যায়। সবথেকে বড়ো প্রদর্শক যিনি দেশের সমস্ত বয়সী মানুষের দ্বারা ভালোবাসা পেয়েছেন, তিনি রাজ কাপুর। তার জন্মশতবার্ষিকী উদযাপন করতে সকলে একত্রিত হয়েছি।’

এই ভিডিও দেখার পর সকলে রাজ কাপুরকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন। আসলে ভারতীয় চলচ্চিত্রে তার অবদান ভাষায় প্রকাশ করা যায় না। দীর্ঘ সময় ধরে তিনি একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তাইতো তার ১০০ তম জন্মবার্ষিকী উদযাপন করতে একত্রিত হয়েছে গোটা বলিউড।