সমাজের যে খারাপ মানুষের সাথে সাথে ভাল মানুষও আছে তারই প্রমাণ পাওয়া গেল। এই কয়েকজন ভালো মানুষের জন্য হয়তো সমাজটা আজও ভালো রয়েছে।
একজন তরুণী বাড়ি ফেরার জন্য অটোতে উঠেছিল। হাতে একটি ব্যাগ ছিল সে অটো থেকে নামার সময় অনলাইনে পেমেন্ট করে তাড়াহুড়োর মধ্যে ব্যাগটি সেখানেই রেখে চলে আসেন। সেই ব্যাগটিতে ছিল তার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং একটি সোনার হার এবং তার একটি হীরের লকেট।
সেই তরুণী সেই অটোওয়ালা কে না পেয়ে শেষ অব্দি সে পুলিশের কাছে যায়। পুলিশরা সেই এলাকায় তল্লাশি চালান কিন্তু তাতেও কোন লাভ হয় না সেই ব্যক্তি পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছিল গুরু গ্রামে। শেষ পর্যন্ত ব্যাগের আর খোঁজ পাওয়া গেল না।
তারপর সারা দিন পর রাতের বেলা সেই অটোওয়ালা সেই ব্যাগটি সমেত হাজির হলো সেই তরুণীর বাড়িতে। দেখা গেল সেই ব্যাগ থেকে কোন কিছুই চুরি হয়নি সব ঠিক ছিল। এটা তরুণীর ভাগ্যের জোর এবং সেই অটোওয়ালার সততার পরিচয়।
অটোওয়ালার এই সততার জন্য তিনি পুলিশদের কাছে প্রশংসাও পেয়েছেন। এই অটোচালকের পরিবর্তে যদি অন্য মানসিকতার অটোচালক থাকতো তাহলে হয়তো মেয়েটি এই ব্যাগ টি আর ফিরেই পেত না।
আরও পড়ুন,
*Arunita Kanjilal: পরিবেশের অপরূপ সৌন্দর্য্যে হারিয়ে গেলেন সংগীতশিল্পী অরুণিতা