মাত্র ১১ বছরেই সোনুর প্রতিভার প্রমাণ পেয়েছিলেন, গায়কের পাশের এই ছোট্ট বাচ্চাটি এখন শিল্পী, চিনতে পারলেন?

সম্প্রতি শিল্পী সোনু নিগমের জন্মদিন উপলক্ষ্যে একটি অদেখা ছবি পোস্ট করেছেন আরেক শিল্পী আকৃতি কক্কর। আর এই ছবি দেখার পর পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেছেন সোনু নিগম নিজেও। বলিউড, টলিউড থেকে শুরু করে অন্যান্য ভাষাতেও গান গেয়েছেন সোনু।

তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে তার নিখুঁত গান করার জন্যই বেশি বিখ্যাত তিনি। সম্প্রতি তারই ছিল জন্মদিন। সেই উপলক্ষ্যে একটি ছবি পোস্ট করেছেন আকৃতি। তবে সেটি এখনকার নয় ১৯৯৮ সালের। ছবিতে সোনুর পাশে ছোট্ট আকৃতি দাঁড়িয়ে রয়েছেন।

আরও পড়ুন,
*৭ কোটি টাকার সম্পত্তি বিক্রি করলেন সংগীতশিল্পী সোনু নিগম!

লিখেছেন, ‘শুভ জন্মদিন সোনু ভাই। আমার তখন ১১ বছর বয়স। আমেরিকায় তোলা এই ছবিটা। একটি গান গাওয়ার সুযোগ হয়েছিল। কল্যাণ জি আনন্দ জির তরফে এই সুযোগ হয়েছিল। আমি তখনই অল্প বিস্তর বুঝতে পেরেছিলাম যে, এই কিংবদন্তি মানুষটিকে পরবর্তীতে আরও জানার সুযোগ পাব। অনেক শুভকামনা।’

যদিও তিনি সেখানে সাল উল্লেখ করেননি তবে কমেন্টে সোনু নিগম জানান এটি ১৯৯৮ সালে তোলা হয়েছিল। এই ছবি দেখার পর সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। উল্লেখযোগ্য, খুব কম বয়সে সঞ্চালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সোনু।

ধীরে ধীরে তিনি গান গাইতে শুরু করেন বলিউডে। প্রচুর গান গেয়েছেন তিনি। এছাড়াও টলিউডে তার গানের সংখ্যা চোখে পড়ার মতো। বিশেষ করে সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলীর হাত ধরে টলিউডে অভিষেক হয়েছে তার। এখন যদিও বিভিন্ন স্টেজ শো’তেই দেখা যায় তাকে।

আরও পড়ুন,
*ঋত্বিকের বদলে পরমব্রত, শুভশ্রী বদলে কে? রাজের হিন্দি পরিণীতায়