এক বৃদ্ধ এবং তার পাশে দাঁড়িয়ে এক তরুণী। তারা ঠিক দাঁড়িয়ে নেই, বরং ভিডিও বানাচ্ছেন। আর তার জন্য তাদের মুখে লেগে রয়েছে হাসি। ভিডিও দেখে মনে হচ্ছে ওই বৃদ্ধ ভিডিওতে থাকা তরুণীর স্বামী। অর্থাৎ তারা দু’জনে স্বামী ও স্ত্রী। এদিকে বৃদ্ধের থেকে তার স্ত্রী-এর বয়সের ফারাক কমপক্ষে ৩০ থেকে ৩৫ বছর। কিন্তু তারা দিব্যি মনের সুখে ভিডিও করছেন। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এর পাশাপাশি ওই ভিডিওটি হইচই ফেলে দিয়েছে। তবে ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কানে ইয়ারবাড, গলায় হার ও নীল শাড়ি পরে এক তরুণী রিল ভিডিও তৈরি করছেন। তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ। বৃদ্ধর গালে কাঁচাপাকা দাড়ি ও পাকা চুল মাথায়।
ভিডিওতে থাকা বৃদ্ধকে দেখে মনে হচ্ছে তিনি ভিডিওটিতে থাকা তরুণীর বাবা বা জ্যাঠা। কিন্তু সকলকে অবাক করার মতন বিষয় হলো ওই বৃদ্ধ আসলে তরুণীর স্বামী। কারণ ভিডিওটিতে একটি লেখা ভেসে ওঠে এবং তাতে লেখা রয়েছে ‘স্বামী এবং স্ত্রী’। ভিডিওতে প্রেমের গান শুরু হয়। আর এরপর পরিস্কার হয় যে উনি তরুণীর স্বামী।
ইতিমধ্যে ভিডিওটি ১ কোটিবার দেখা হয়েছে। ২ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। অনেকেই ভিডিওতে মন্তব্য করেছেন। ভিডিওটি গত ২০শে আগস্ট একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়। আর তারপর থেকে সেটি ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন,
*শরীরের ব্যাথা উধাও হবে, রোজ সকালে খান এই পানীয়, ইউরিক অ্যাসিড কমানোর মক্ষম অস্ত্র