এসি কেনার মক্ষম সময়! ৫০ শতাংশ ছাড়, ৮০ মাসের ওয়ারেন্টি এই এসি-তে

Best time to buy AC! 50% discount, 80 months warranty on this AC

AC: যত দিন যাচ্ছে ততই গরম বাড়ছে। ধীরে ধীরে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব-উষ্ণায়ন এই ঘটনার জন্য দায়ী আর সেই কারণে প্রতি বছর গরমে দাবদাহে মানুষ নাজেহাল। নিজেকে এই অস্বস্তিকর গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশনের তলায় আশ্রয় নিচ্ছেন। তবে এমন অনেকেই রয়েছেন যারা এই গরমে নতুন এসি কেনার জন্য মনস্থির করেছেন। আজকের প্রতিবেদনটি রইল তাদের জন্য।

এই মূহুর্তে নতুন এসি কিনতে হলে আর দেরি করবেন না। কারণ এই মূহুর্তে তাতে পাবেন বিরাট ছাড়। আর এরফলে বাঁচবে অনেকটা টাকা। ফ্লিপকার্টে বর্তমানে চলছে সেল। আগামী ৭ই এপ্রিল পর্যন্ত এই সেল চলবে। আর এই সেলে অনেকটাই কম দামে বিক্রি করা হচ্ছে এয়ার কন্ডিশনার। তাই আর দেরি করে জেনে নেওয়া যাক কোন কোন কোম্পানির এসিতে মিলছে এই ছাড়।

Godrej 5-in-কনভার্টেবল কুলিং ১ টন ৩ স্টার এয়ার কন্ডিশনার অন্যান্য সময় কিনতে গেলে এটির দাম থাকে ৪২,৯৯০ টাকা। কিন্তু এই একই এসি এখন ফ্লিপকার্টে সেল চলাকালীন কিনলে মিলবে মাত্র ২৮,৯৯০ টাকায়। এই এসিতে রয়েছে ৩২ শতাংশ ছাড়। এই এসিটি 3 স্টার BEE রেটিং সহ তার ফলে আপনার বিদ্যুৎ-এর বিলও কম আসবে।

LG AC-তে রয়েছে বড় ছাড়। এই এসিটির দাম অন্যান্য সময় থাকে ৭৮,৯৯০ টাকা। বর্তমানে এটি ৫২ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্টে এটির দাম দাঁড়িয়েছে ৩৭,৪৪০ টাকা। এটি একটি 6-in-1 কুলিং ২০২৪ মডেল হল একটি ৩ স্টার ১.৫ টনের এসি।

Voltas-এর ১.৫ টন ৫ স্টার স্প্লিট ইনভার্টার এসিতে রয়েছে দারুণ অফার। এই এসিটির দাম অন্যান্য সময় ৭৫,৯৯০ টাকা। যা ৫০ শতাংশ ডিসকাউন্টে মাত্র ৩৭,৯৯০ টাকায় পাওয়া যাবে। এছাড়া HDFC ব্যাঙ্কের কার্ড হোল্ডার হলে আরও কমে পাবেন।

ব্লু স্টার ১.৫ টন ৩ স্টার স্প্লিট ইনভার্টার এসিটির দাম ৬১,২৫০ টাকা। যা সেলে বিক্রি হচ্ছে ৩৫,৯৯০ টাকায়। এই এসিতে মিলবে ৪১ শতাংশ ছাড়। গ্রাহকদের জন্য এই এসিতে মিলবে ৮০ মাসের ওয়ারেন্টি।

আরও পড়ুন,
*AC bill saving: এসি চালালেও অল্প ইলেকট্রিক বিল আসবে! গরমে মনে রাখতে হবে ৫ গোপন কথা
*UPI-এর মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন গ্রাহকেরা
*বিয়ের মঙ্গলসূত্র বিক্রি করলেন ঐশ্বর্য