Chanakya Niti: চাণক্যকে পণ্ডিতদের মধ্যে একজন উঁচু স্তরের ব্যক্তি হিসেবে গন্য করা হয়। তিনি তার নীতিশাস্ত্রে একাধিক নীতির উল্লেখ করেছেন যা কোনো ব্যক্তি মেনে চললে তার জীবনে বদল আসতে বাধ্য। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, কূটনীতিক ও অর্থনীতিবিদও বটে। তার লেখা শাস্ত্রে রয়েছে একাধিক নীতি ও আদর্শের কথা। তার ছিল একাধিক বিষয়ের উপর জ্ঞান।
তাই আজও চাণক্যকে মেনে চলেন বহু মানুষ। চাণক্যর আরেক নাম হলো কৌটিল্য। তিনি মানবসমাজের জন্য কল্যানময় এমন অনেক নির্দেশ ও নীতি তার শাস্ত্রে লিপিবদ্ধ করেছেন। চাণক্য তার নীতিশাস্ত্রে লিখেছেন টাকা ও নারীর মধ্যে কাকে বেছে নিতে হবে। তার নীতিশাস্ত্রের নীতিগুলি এখনও জনসমাজে প্রচলিত।
তবে আচার্য্য চাণক্যের মতে টাকা ও নারীর মধ্যে কোনটি বেছে নিতে হবে এবং কেনো তা নিয়ে যে বিস্তারিত আলোচনা করেছেন তা জেনে নেওয়া যাক। তার মতে শিষ্য যদি মূর্খ হয় তবে তাকে প্রচার করা অর্থহীন। অপরদিকে মহিলা যদি দুষ্ট হয় তবে তাকে লালন করাও ঠিক নয়। তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অর্থের সংকট দেখা দিলে এবং সে বাজে সঙ্গতে নিজেকে নিমজ্জিত রাখল।
এমন পরিস্থিতিতে সে যতই বুদ্ধিমান ব্যক্তি হোক তার সাফল্য সম্ভব নয়। চাণক্যর মতে একজন দুষ্ট মহিলা, একজন দুষ্ট ব্যক্তি ও একজন দুষ্ট চাকরের সঙ্গে বাস করা সাপের সঙ্গে বাস করার সমান। তিনি বলেন, যে বাড়ির মহিলারা চরিত্রহীন তাদের বাড়ির গৃহকর্তার অবস্থান মৃত ব্যক্তির মতন। আর সেইসময় বাড়ির প্রধান মেনে নিতে না পেরে অভিযোগ করতে থাকে।
তেমনই যদি আপনার এমন কোনো বন্ধু থাকে যে যারা বিপথগামী তাদের সঙ্গে মেলামেশা করা তাদের বিশ্বাস করা উচিত নয়। কারণ এমন বন্ধু যেকোনো সময় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। এছাড়া আপনার অধীনে থাকা কোনো কর্মচারী যদি এমন কাজ করে তবে সে যেকোনো সময় আপনার ক্ষতি করতে পারে।
ঠিক তেমনই এমন মানুষ সাপের মতন বিষাক্ত হন। কারণ তাদের সঙ্গে বাস করলে আগামী দিনে তারা কি অনিষ্ট করবে তা বলা যায় না। এ যেনো সাপের সঙ্গে দিন রাত বাস করা, সাপ কখন ছোবল মারবে তা আপনি কখনই জানেন না৷
আরও পড়ুন,
*Recipes: যৌবন বেঁধে রাখবে, পাতে রাখুন এই মাছের রেসিপি
*Mango: আম দেখলেই খেতে মন চায়, নিয়ম মানছেন তো?