Chanakya Niti: এই মানুষদের কাছে মোনের ক্থা বললে বিপদে পড়বেন

You will be in danger if you tell these people

Chanakya Niti: আমরা আমাদের জীবনে এমন কয়েকজন মানুষকে গুরুত্ব দিয়ে ফেলি যার ফলে ভবিষ্যতে আফসোস করতে হয়। আমরা আমাদের জীবনের এমন কিছু মানুষকে আমাদের মনের কথা জানাই যার ফলে দেখা যায় সেই মনের কথা সে সকলের সামনে সুউচ্চ কন্ঠে বলতে দ্বিধাবোধ করে না৷ তাই নিজকর জীবনের খুব গোপন কথা সকলকে বলা উচিত নয়। কাকে কাকে মনের কথা বললে বিরাট ক্ষতির মুখে পড়বেন তা জানিয়েছেন চাণক্য।

চাণক্যর মতে এমন অনেকে রয়েছে যারা আপনার সাফল্য ঈর্ষা বোধ করে তাদের মনের কথা বলা উচিত নয়। তার ফলে তারা আপনার সাফল্যের সিঁড়িকে আরও দুর্গম করে তোলে এবং মনের কথা জানতে পেরে তার সুযোগ নেয়।

এমন অনেকে রয়েছে যারা আপনাকে নিয়ে হাসিঠাট্টা করে। আপনার কোনোকিছুকে গুরুত্ব দেয় না৷ আপনার কোনো কাজের প্রশংসা করে না। তেমন মানুষকে মনের কথা বলা উচিত নয়।

যারা সকলকে বন্ধু বানান তাদের সঙ্গ এড়িয়ে চলা উচিত। এমন মানুষকে কখনও মনের কথা বা দুঃখের কথা বলা উচিত নয়। এই ধরনের মানুষেরা আপনার গোপন কথা অন্য কাউকে বলে দিতে পারে।

এছাড়া যারা সবসময় নিজেদের কথা ভাবেন তেমন মানুষকে মনের কথা বলা উচিত নয়। এর পাশাপাশি যারা খুব বেশি কথা বলেন তাদেরও মনের কথা বলা উচিত নয়৷ তারা কখনই গোপন কথা গোপন রাখতে পারেন না৷

আরও পড়ুন,
*স্মার্ট মানুষ হবেন কিভাবে? রইলো অজানা তথ্য
*একটিও সাপ নেই, ভারতের ‘একমাত্র’ সাপমুক্ত রাজ্য, নাম জানেন