সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে নানান ভিডিও ভাইরাল হয়। যেখানে কিছু ঘটনা দেখলে শিউরে উঠতে হয় আবার কিছু ঘটনা যা মন ভালো করে দেয়। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ঘটনাটি যা দেখে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ঘর বন্ধ করে স্বামীকে পেটাচ্ছিলেন তার স্ত্রী। মাটিতে ফেলে চুলের মুঠি ধরে মারধর চলছিল।
আর এমন সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলো ভগবান। সম্প্রতি এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। কোন জায়গায় ঘটনাটি ঘটেছে তাও স্পষ্ট নয়। তবে সমাজ মাধ্যমে অনেকেই বলছেন ঘটনাটি পুরোই সাজানো। কৌতুকের জন্য ভিডিওটি এভাবে বানানো হয়েছে।
সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি বদ্ধ ঘরে স্বামীকে মারছেন স্ত্রী। তার চুলের মুঠি ধরে মাটিতে শুইয়ে মারছেন তাকে। সেইসময় সমানে আত্মরক্ষা করতে থাকেন স্বামী। এমন সময় বাইরের কলিং বেল বেজে ওঠে। এরপর কলিং বেল স্বামীকে মারা থামিয়ে দরজা খুলতে চলে যান স্ত্রী।
এদিকে সেইসময় স্বামী কোনোমতে হাত পা ঝেড়ে তড়িঘড়ি একটি চেয়ারে ল্যাপটপ নিয়ে কাজ করতে শুরু করে দেন। এমন এক পরিস্থিতি তৈরি করেন যেনো কিছুই হয়নি। অন্যদিকে অতিথিদের আতিথেয়তা করে ঘরে নিয়ে আসেন স্ত্রী। ভিডিওটি দেখে অনেকেই বলছেন এটি মজা করে বানানো হয়েছে।
Wholesome Kalesh b/w Husband and Wife
pic.twitter.com/q0IrGYW700— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 29, 2024
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামক একটি পেজ থেকে। গত ২৯শে আগস্ট ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে ৫ লক্ষ বার দেখে ফেলেছেন নেট দুনিয়ার মানুষ। অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।