‘একসঙ্গে দু’জন ছেলের সঙ্গে ডেট’, মেয়ে সুহানার উপর কি শর্ত চাপালেন শাহরুখ গিন্নি গৌরী?

বলি পাড়ার কিং খান বলতে যাকে সকলেই চেনেন তিনি আর কেউ নন, তিনি হলেন শাহরুখ খান। একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন৷ শাহরুখ ব্যক্তিগত জীবনে বেশ সুখী একজন মানুষ। গৌরী খানকে বিয়ে করেছেন তিনি৷ হাজার ঝড়ঝাপটা পেরিয়ে আজ তারা সুখী দম্পতি।

একসঙ্গে বৈবাহিক জীবনের অনেক খারাপ সময় কাটিয়েছেন। কিন্তু সময় সব ঠিক করে দিয়েছে। বর্তমানে তাদের তিন সন্তান। এক মেয়ে সুহানা, আর দুই ছেলে আরিয়ান ও আব্রাম। তিন সন্তানকে নিয়ে গৌরীর দিন কেটে যায়৷ ছেলেমেয়েদের সঠিক শিক্ষা দিয়ে বড় করেছেন তিনি।

সুহানা ও আরিয়ান যথেষ্ট প্রাপ্ত বয়স্ক। তবে আব্রাম এখনও কিশোর। ইতিমধ্যে সুহানার নাম জড়িয়েছিলো বচ্চন পরিবারের নাতি অগস্ত্য নন্দার উপর। তারা নাকি প্রেম করছেন বলে শোনা গিয়েছিল। অপরদিকে আরিয়ানের নাম জড়িয়েছে কখনও নোরা ফতেহি আবার কখনও বিদেশী মডেল লরিসা বনেসির সঙ্গে।

তবে প্রেম নিয়ে ছেলেমেয়েদের কিছু টিপস্ দিলেন গৌরী খান। তিনি মেয়ের প্রতি বলেছেন, “কখনও একসঙ্গে দু’জন ছেলের সঙ্গে ডেট করবে না।” এদিকে ছেলের উদ্দেশ্য বলেছেন, “যত খুশি ডেট করো কিন্তু বিয়ে করার সময় সবকিছুতে ফুলস্টপ বসিয়ে দেবে।”

বিয়ের পর যদিও শাহরুখ বা গৌরীর নাম তৃতীয় ব্যক্তির সঙ্গে জড়িয়েছে বলে শোনা যায়নি। তারা সুখী দম্পতি। তিন ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার তাদের।

আরও পড়ুন,
*‘আমার ভিতরের রাগ ও হিংসেকে …’, নববধূ সোহিনী থমথমে মুখে কি কথা বললেন? কেনই বা বলেন?