জানতেনই না চা খাওয়াচ্ছেন মাইক্রোসফট’এর কর্ণধার বিল গেটস’কে! স্টাইলিশ চাওয়ালা ডলি

Didn't know that Bill Gates, the leader of Microsoft, is eating tea! Stylish Chawala Dolly

এবার ‘মাইক্রোসফট’এর কর্ণধার বিল গেটস’কে চা পান করিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এলেন সকলের পরিচিত ডলি! অথচ তিনি জানতেনই না কাকে চা পান করাচ্ছেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা কমবেশি সকলেই এই নামটির সাথে পরিচিত হয়ে থাকবেন। কারণ, অদ্ভুত কায়দায় চা বিক্রির জন্য বিখ্যাত হয়েছেন তিনি।

Didn't know that Bill Gates, the leader of Microsoft, is eating tea! Stylish Chawala Dolly

ইতিমধ্যেই একাধিক মানুষকে চা পান করিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। আর এবার একেবারে বিল গেটস! যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন সকলে। আসলে সম্প্রতি ভারত সফরে এসেছেন বিল গেটস। মুকেশ আম্বানির ছোটছেলে অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি দিল্লীর আইআইটিতে বর্ক্তৃতা দিয়েছেন।

Didn't know that Bill Gates, the leader of Microsoft, is eating tea! Stylish Chawala Dolly

জানতেনই না চা খাওয়াচ্ছেন মাইক্রোসফট’এর কর্ণধার বিল গেটস’কে! স্টাইলিশ চাওয়ালা ডলি

এছাড়াও তিনি গিয়েছিলেন ওড়িশার মা মঙ্গলা বস্তিতে। তবে এসবের মধ্যে সবথেকে যে বিষয়টি নজর কেড়েছে সেটি হলো ডলির চায়ের দোকানে চা পান করা। মহারাষ্ট্রের নাগপুরে রবীন্দ্রনাথ ঠাকুর মার্গে তার ছোট্ট একটি চায়ের দোকান, যার নাম, ‘ডলি কি টাপরি।’ চা বিক্রি করার পাশাপাশি তার অভিনব স্টাইলও বেশ উপভোগ করেন গ্রাহকেরা।

Didn't know that Bill Gates, the leader of Microsoft, is eating tea! Stylish Chawala Dolly

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ডলির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিল গেটস এবং তখন ডলি চা বানাতে ব্যস্ত। এরপরে তিনি বিল গেটস’কে চা পান করান। গেটসকে বলেন, ‘ভারতে আপনি যেখানেই যাবেন সেখানেই নতুনত্ব খুঁজে পাবেন। এক কাপ চা তৈরিতেও কত কায়দা! সত্যিই অভিনব।’

তার সাথে ছবিও তুলেছেন ডলি। পরে অবশ্য তিনি দাবী করেছেন তিনি জানতেনই না বিশ্বের এতো ধনী ব্যক্তিকে চা পান করিয়েছেন তিনি। ভেবেছিলেন বিল একজন সাধারণ বিদেশী। ডলি তিনি বলেন, ‘আমি জানতাম না যে উনি বিল গেটস। আমি ভেবেছিলাম সাধারণ বিদেশী। পরে আমি জানতে পারলাম কাকে চা পান করিয়েছি।’