অভিনয়ের কারণে অনেক সময় হলিউড অভিনেত্রীদের পোশাক খুলতে হয় সকলের সামনে। সেরকমটাই একবার হয়েছিল অভিনেত্রী কেট উইন্সলেটের সাথে। তবে সেই সময় আরো একটি ঘটনা ঘটে যায় তার সাথে। সম্প্রতি সেই বিষয়েই কথা বলেছেন একটি টক শো’তে।
৩ দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জগতে যুক্ত রয়েছেন কেট। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। স্বাভাবিকভাবেই সিনেমার প্রচারের কারণে একাধিক জায়গায় সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে তাকে। সেরকমই তিনি হাজির হয়েছিলেন একটি টক শো’তে।
যেখানে গিয়ে তিনি জানান ‘গ্রাহাম নরটন’ শো’তে কী ঘটনা ঘটেছিল তার সাথে। এই বিষয়টি যখন ঘটে তখন তার বয়স মাত্র ১৮। চরিত্রের কারণে একাধিকবার মঞ্চে পোশাক খুলতে হয়েছে তাকে। ওই শো’তে গিয়েও তাকে পোশাক খুলতে হয়েছিল। তবে সেখানেই ঘটে একটি বিব্রতকর ঘটনা।
তিনি জানিয়েছেন, ‘আমার বয়স তখন ১৮। ম্যানচেস্টারে একটি নাটকে অভিনয় করছিলাম। আমার চরিত্র ছিল এক চিকিৎসকের সেক্রেটারির চাকরিপ্রত্যাশীর। নিয়োগ দেওয়ার জন্য চিকিৎসক আমাকে পরীক্ষা করে দেখতে চান সেজন্য পোশাক খুলতে বলেন। আমি সেইমতো খুলেও ফেলি। কিন্তু তখনই আমার খুব জোর বাথরুম পায়।’
একইসাথে তিনি বলেন, ‘আমি মঞ্চে পোশাক খুলে দাঁড়িয়ে আছি অথচ চাপ থাকা সত্ত্বেও বাথরুমে যেতে পারছি না। সে এক বিব্রতকর অবস্থা।’ মঞ্চে যখন পোশাক খোলা হতো তখন চারপাশে এক ধরনের পর্দা টেনে দেওয়া হতে বলেও জানিয়েছেন তিনি। যাতে দর্শকেরা দেখতে পেতেন না। এরপর অভিনয় শেষ হতেই তিনি দৌড়ে বাথরুমে গিয়েছিলেন।