দীর্ঘ অপেক্ষার অবসান! প্রকাশ্যে এলো ‘ফেলুবক্সী’র অফিসিয়াল পোস্টার

অবশেষে প্রকাশ্যে এলো বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার। নাম শুনে হয়তো বুঝতেই পেরে গিয়েছেন এটি মূলত বাংলা সাহিত্যের দুই জনপ্রিয় চরিত্র ফেলুদা এবং ব্যোমকেশ বক্সীর নাম থেকে অনুপ্রাণিত। যেখানে মূলত এক গোয়েন্দা কাহিনী ফুটে উঠবে।

মূল চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। বেশ কিছু মাস ধরেই এই সিনেমা সম্পর্কিত একাধিক পোস্ট উঠে এসেছে আমাদের সামনে। সম্প্রতি প্রোডাকশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল খুব শীঘ্রই অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে আসবে।

সেরকমই এবার প্রকাশ্যে এলো সিনেমার পোস্টার। ছবিতে দেখা যাচ্ছে সোহম চিন্তান্বিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। প্রোডাকশনের তরফ থেকে ছবিটি পোস্ট করার পর ক্যাপশনে লেখা হয়েছে, ”অপেক্ষার অবসান! আমরা ভীষণ উচ্ছ্বাসের সাথে ‘ফেলুবক্সী’র অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে আনলাম।”

একইসাথে সেখানে লেখা রয়েছে, এই সিনেমা পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। শুধু তাই নয় এই পোস্টার থেকে সিনেমা মুক্তির তারিখও জানা গিয়েছে। আগামী জানুয়ারী মাসের ১৭ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই টানটান উত্তেজনাযুক্ত থ্রিলার সিনেমাটি।

জানা গিয়েছে, চিরাচরিত গোয়েন্দা চরিত্র থেকে অন্য রকমের চরিত্রে দেখা যাবে সোহমকে। যে আধুনিক চিন্তাযুক্ত এবং প্রযুক্তিতে বিশ্বাসী। তবে মন থেকে আদর্শ বাঙালী এবং ভীষণ ভোজনবিলাসী। শুধু তাই নয় এই ফেলুবক্সী চরিত্রটি রহস্য সমাধান করাকে রান্নার সাথেই তুলনা করে। সবমিলিয়ে বলতে গেলে বেশ অন্যরকমের চরিত্র ফুটিয়ে তুলবেন সোহম। তিনি ছাড়াও সেখানে দেখা যাবে মধুমিতা সরকার এবং পরীমণিকে।