হিন্দু-মুসলিম বিয়ে নিয়ে পারিবারিক অশান্তি তুঙ্গে! সোনাক্ষীকে আনফলো মা পুনম সিনহা, ভাই লভ

Family turmoil over Hindu-Muslim marriage! Sonakshi is unfollowed by mother Poonam Sinha, brother Luv

Sonakshi Wedding: খুব শীঘ্রই দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে তার আগে পারিবারিক অশান্তি তুঙ্গে। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাকে আনফলো করে দিয়েছেন মা পুনম সিনহা এবং ভাই লভ সিনহা। সম্প্রতি সে বিষয়ক তথ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

শোনা যাচ্ছিলো মুসলিম ছেলেকে বিয়ে করায় মোটেই খুশি নয় তার পরিবার। এমনকি এও শোনা যায় যে তার বিয়েতে উপস্থিত থাকবেন না তার বাবা শত্রুঘ্ন সিনহা। এরই মাঝে এবার উঠে এলো তাকে আনফলো করার প্রসঙ্গ। তবে এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন কোনোদিন কি তাকে ফলো করতেন তার মা?

যদি আমরা তার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখি সেখানে দেখা যায় তিনি মাত্র ৬ জনকে ফলো করেন। যার মধ্যে রয়েছেন স্বামী শত্রুঘ্ন সিনহা, ছেল লভ সিনহা এবং কুশ সিনহা। স্বামী এবং দুই ছেলেকে ফলো করলেও মেয়েকে ফলো না করায় প্রশ্ন জেগেছে অনেকের মনে।

অন্যদিকে সোনাক্ষীও কিন্তু তার মা এবং ভাই লভকে ফলো করেন না। তিনি শুধুমাত্র আরেক ভাই কুশ এবং তার বাবাকে ফলো করেন। যার ফলে প্রশ্ন উঠছে তাহলে কি দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অশান্তি চলছে? অন্যদিকে বিয়ের আগে পার্টি সেরেছেন তারা।

যে ছবি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। যেখানে দেখা যায় তাদের পার্টির থিম রং ছিল কালো এবং সোনালী। এদিন উপস্থিত সকল অতিথিদের পরনে কালো রঙের পোশাক দেখা গিয়েছে। আর পার্টির স্থানটি সাজানো হয়েছিল সোনালী রং দিয়ে।