Hardik Pandya: IPL রিটেনশনের পূর্বেই হার্দিকের ইন্সটা পোস্টে বিরাট চমক, কি জানালেন তারকা অলরাউন্ডার?

Hardik Pandya

Hardik Pandya: ২২ গজের মধ্যে থাকুক অথবা বাইরে, বছরের অধিকাংশ সময় লাইমলাইটে থাকেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। যেমনটা তিনি বর্তমানে রয়েছেন। নভেম্বরের গোড়ার দিকে রয়েছে টিম ইন্ডিয়ার প্রোটিয়া সফর। সেখানে মেন ইন ব্লু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪টি টি-২০ ম্যাচ খেলবে। সেই জন্য নিজেকে তৈরি করছেন হার্দিক। এরই মাঝে হঠাৎ বড়-সড় ঘোষণা করলেন তিনি। সম্প্রতি ইন্সটাগ্রামে তিনি তাঁর ঘোষণার কথা পোস্ট করেছেন। সামনেই রয়েছে আইপিএল রিটেনশন, যেকারনে তাঁর ভক্তরা ভাবছেন হার্দিক হয়তো তা নিয়েই কিছু ঘোষণা করতে পারেন। ঠিক কী ঘোষণা করলেন তারকা অলরাউন্ডার?

শুক্রবার ইন্সটাগ্রামে একটি স্টোরিতে হার্দিক লিখেছেন, *আমি শীঘ্রই বড় কিছু ঘোষণা করতে চলেছি, কিছু সময়ের মধ্যেই আপনাদের জানাব* মুহূর্তের মধ্যে হার্দিকের ইন্সটা স্টোরির স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Hardik Pandya's instragram story

Hardik Pandya’s instragram story

কথা রেখেছেন তারকা, মাত্র কয়েক ঘণ্টা ব্যবধানে হার্দিক একটি ভিডিয়ো পোস্ট করেন। তা দেখার পর স্পষ্ট হয়ে যায়, হার্দিকের পোস্টটি আইপিএল রিটেনশন সংক্রান্ত নয়। বরং ওই পোস্টটি তাঁর ব্র্যান্ড ভ্যালু আরও বাড়িয়েছে।

ভিডিওতে তিনি জানিয়েছেন, *The Souled Store* এর সাথে গত কয়েক বছর ধরে তিনি যুক্ত আছেন। সম্প্রতি ওই কোম্পানির অন্যতম বিনিয়োগকারী হলেন হার্দিক। আর তো আর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডারও হার্দিক।