ক্রিকেট ভারতে শুধুমাত্র একটি ক্রিয়া নয়, সবাইকে এক সাথে বেঁধে রাখার সূত্র। খেলোয়াড়দের ভগবানের আসনে বসানো হয়ে থাকে। বলিউডের চলচ্চিত্রের অভিনেতাদের থেকেও খেলোয়াড়দের অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে।স্বাভাবিক ভাবেই খেলোয়াড়দের রোজগারও বেশি। সাধারণ কর্মজীবনে খেলোয়াড়রা কোটি কোটি টাকা রোজগার করে।আবার অনেক খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট ও আইপিএল খেলেও কয়েক কোটি টাকা বছরে রোজগার করেন। আর বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো খেলোয়াড়রা বছরে কোটি কোটি টাকা রোজগার করেন। যারা ন্যাশনাল ক্রিকেট থেকে এখন অথবা অনেক আগে বিরাম নিয়েছে, তাদের রোজগারও কম না। খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স দেন কে?
এবছরের আর্থিক হিসেব অনুযায়ী, খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি কর দেন বিরাট কোহলি। মাঝখানে তিন বছর তার ব্যাটে সেঞ্চুরির শশক থাকলেও নিরবচ্ছিন্ন চেষ্টা করে গিয়েছেন। বিরাট কোহিলির ব্রয়ান্ড মান কমে যায়নি।
সবেমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফাইনাল স্টেজে ম্যাচ জেতানো ইনিংস খেলেন বিরাট কোহলি। কর দেবার ক্ষেত্রেও তিনি কৃপণতা করেন না। খবর মাধ্যমে জানা যায়, এই বছর ৬৬ কোটি টাকা কর দিয়েছে বিরাট কোহলি।
বিস্ময়কর হলেও, প্রথম পাঁচে নেই ভারতের ওয়ান ডে ও টেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মা। বিরাটের সাথে আর কারা কারা আছে লিস্টে? বিরাট কোহলি সবার ওপরে। এরপরই আছে বিশ্বজয়ী খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। ৩৮ কোটি টাকা কর দিয়েছেন দেশের প্রাক্তন খেলোয়াড়।
তৃতীয় নাম্বারে আছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। তিনি কর দিয়েছেন ২৮ কোটি টাকা। লিস্টে আছে শচীন তেন্ডুলকরের ওপেনিং সাথীরাও। সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের প্রাক্তন খেলোয়াড় বা বোর্ড সভাপতি ২৩ কোটি টাকা কর দিয়েছেন। লিস্টে পঞ্চম নাম্বারে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি ১৩ কোটি টাকা কর দিয়েছেন।
আরও পড়ুন,
*ওষ্ঠে লিপস্টিক লাগাতে ভালোবাসেন, ক্ষতি এড়াতে মাথায় রাখুন ৩ নিয়ম