‘আমি মরে যেতে চাই। খাবার নেই, জল নেই, মা-বাবা বেঁচে নেই, আমি মরে যেতে চাই!’ সম্প্রতি একটি ভিডিওতে গাজার এক শিশুকে এমনটাই বলতে শোনা গিয়েছে। যা দেখে আবেগপ্রবণ হয়ে গিয়েছেন নেটিজেনরা। আমরা সকলেই জানি গাজা ভূখণ্ডতে রীতিমতো মৃত্যুমেলা শুরু হয়েছে।
ইতিমধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ হাজার। যদিও মৃত্যুর সংখ্যা আরো অনেকটাই বেশি বলে মনে করছেন সকলে। ইজরায়েলি হামলায় বিপর্যস্ত মানুষের জীবন। যে তালিকায় রয়েছে শিশুরাও। ভীষণভাবে আহত হয়েছে তারা। গাজার হাসপাতালগুলো এখন ভর্তি শিশুদের মৃতদেহে।
অপুষ্টিজনিত কারণে মারা গিয়েছে হাজার হাজার শিশু। যুদ্ধ চললে সেখানে দুর্ভিক্ষ হবে তা আগে থেকেই অনুমান করেছিলেন সকলে, সেটাই সত্যি হলো। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গাজার বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে স্তম্ভিত সকলে।
সেখানে যেন মৃত্যুমিছিল চলছে। চারিদিকে শুধুমাত্র কান্নার আওয়াজ। সেরকমই এক সাত বছর বয়সী শিশুর ভিডিও দেখে মন ভেঙেছে সকলের। সে সেখানে বলছে, ‘আমি মরে যেতে চাই। খাবার নেই, জল নেই, মা-বাবা বেঁচে নেই, আমি মরে যেতে চাই।’
আসলে যুদ্ধের কারণে সেখানে চলছে দুর্ভিক্ষ। রাতের পর রাত জেগে রয়েছে তারা। এমনকি ভয় পেলে জড়িয়ে ধরার মতোন কেউ নেই। এমন অনেক শিশু রয়েছে যার বাবা-মা দু’জনেই মৃত। অনেকে আবার হৃদরোগে আক্রান্ত হয়েও মারা যাচ্ছে। সবমিলিয়ে বলতে গেলে গাজার এই ছবি দেখে শিহরিত নেটিজেনরা।