বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা হলেন আমির খান। ২০১৬ সালের কফি উইথ করণ সিজন ৫ এর এপিসোড ৭ এ অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই তিনি জানিয়ে ছিলেন, অভিনেতা না হলে তিনি সেক্স থেরাপিস্ট হতেন । সেই পর্বে জনপ্রিয় অভিনেতার সঙ্গে দঙ্গল খ্যাত অভিনেত্রী তথা সেই সিনেমাতে অভিনেতার দুই মেয়ে সানিয়া মালহোত্রা এবং ফতিমা সানা শেখ ছিলেন।
আমির খানকে র্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর জিজ্ঞেস করেন, ‘যদি অভিনেতাদের গোপন জীবন থাকত তাহলে সেক্স থেরাপিস্ট কে হতেন?’ করণ জোহরের এই প্রশ্ন শুনেই আমির চটজলদি উত্তর দেন ‘আমি’ । এরপর তাঁর সেই কথাকে ব্যাখ্যা করে জানান, ‘এটা আমার হিডেন ট্যালেন্ট।’ তোমদের কারও জানো নেই আমার এই গোপন ট্যালেন্টের কথা।
তখন করণ আমিরকে জিজ্ঞেস করেন যে যদি কোনও মেয়ে আমিরের কাছে ঘেঁষে তাহলে তিনি কী করবেন? উত্তরে মিস্টার পারফেকশনিস্ট জানিয়েছিলেন, ‘আমি তাকে খালি কাছে আসতে বলব। বাকিটা যা করার আমিই করব।’
আমির খান জুহুতে এদিন একটি গান লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানে হাজির ছিলেন সেলিম সুলেমান। ৩১ তারিখের এই অনুষ্ঠানে এই দুই সঙ্গীত পরিচালকের উদ্দেশ্যে আমির জানান তিনিও বর্তমানে গান শিখছেন। অভিনেতার কথায়, ‘তোমরা হয়তো জানলে খুশি হবে। আমি গান গাওয়া শিখছি।’ এদিন আমির আরও জানিয়েছেন, ‘আমি আনুষ্ঠানিক ভাবে তালিম নিচ্ছি গানের। আমার একজন গুরু আছেন’ পাশাপাশি অভিনেতা আরও জানান গত এক বছর যাবৎ তিনি গান শিখছি।’ উল্লেখ্য, মেয়ে আইরার বিয়ের সময় প্রাক্তন কিরণ রাওয়ের সঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল জন্যপিয় অভিনেতা আমির খানকে।
শেষবারের মত আমির খানকে লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ার পর লাইট ক্যামেরা অ্যাকশন থেকে আপাতত নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আমির। তবে সূত্র মারফত খবর তাঁকে আগামীতে সিতারে জমিন পর ছবিতে দেখা যাবে।