মাত্র ৪৭ বছর বয়সে চির ঘুমের দেশে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক ইলিয়ারাজার কন্যা ভবতারিণী। জানা যাচ্ছে, তিনি একটি বিরল রোগে ভুগছিলেন। তার এই রোগের চিকিৎসা করার জন্য তিনি ভারত থেকে শ্রীলঙ্কা গিয়েছিলেন তিনি।
অবশেষে শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা ইলিয়ারাজার পরিবার।
আরও পড়ুন,
*Batukeshwar Dutta: ‘ভগৎ সিং’কে নিয়ে ১৮ দিন লুকিয়েছিলেন এই গ্রামে, প্রজাতন্ত্র দিবসে বীরবিপ্লবী বটুকেশ্বর দত্তকে শ্রদ্ধার্ঘ্য
*বাথরুমে ব্যবহার আর জল পানের জন্য একটিই মগ, ৩০০০ কোটির মালিক সলমান খানের রাত কেটেছে জেলে
জানা যাচ্ছে, তার এই রোগের জন্য শ্রীলঙ্কায় আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছিলেন তিনি। সেই চিকিৎসা এবার তার প্রাণ কাড়ল। বাবার মতন ভবতারিণী নিজেও গানের ভক্ত ছিলেন।
এছাড়া বেশ কিছু তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি। বাবার বেশ কিছু গানের কম্পোজার করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় ছবির গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। তার এই অকাল প্রয়াণে সকলেই ভেঙে পড়েছেন।
Shell Shocked! Isaignani Ilayaraja 's daughter and Singer #Bhavatharini (47) passed away in Srilanka this evening! #OmShanti pic.twitter.com/vcw1cevCPB
— Sreedhar Pillai (@sri50) January 25, 2024
আরও পড়ুন,
*Republic Day: ৭৫তম প্রজাতন্ত্র দিবস, বিশ্বের একমাত্র অশ্বারোহী রেজিমেন্ট, রাডার থেকে মিসাইল, প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন ভারতের
*গাছেরাও একে অপরের সঙ্গে কথা বলে! এই প্রথম ধরা পরলো জাপানি বিজ্ঞানীদের পরীক্ষাতে