ভারতের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের, অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফের ভারতের কাছে ঢাক্কা বাংলাদেশের। অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপে ভারতের কাছে হারল বাংলাদেশ। এই অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। বাংলাদেশের ব্যাটাররা সেভাবে কেউই রান তুলতে পারেননি। তাই বাংলাদেশের বিরুদ্ধে ৪১ রানে জয় পেলো ভারত। মাঠে প্রথম ব্যাট করতে নামে ভারত। ২০ ওভারের খেলায় ভারত ৭ উইকেটে করে ১১৭ রান।

ভারতের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ মাঠে নামে। কিন্তু বিশেষ ফল হয়নি। মাত্র ৭৬ রানে খেলা শেষ করতে হয় তাদের। খেলায় টস্ জেতে বাংলাদেশ এবং তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যদিও প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারের খেলাকে বিশেষ কাজে লাগাতে পারেনি ভারতও। ওপেনার ত্রিশা গোঙ্গাদির ৪৭ বলে ৫২ রান করার ফলে ভারত একটু ভালো রানের মার্জিনে পৌঁছায়।

আর এরপরই বাংলাদেশের পক্ষে তা কঠিন হয়ে পড়ে। ত্রিশা ৫টি চার ও ২টি ছয় মারেন। ত্রিশার পর ভারতীয় দলে সর্বোচ্চ রান করেন মিথিলা বিনোদ। তিনি ১৭ রান করেন। এছাড়া দলের বাকিরা সেভাবে রান করতে পারেননি। অপরদিকে, বাংলাদেশের ফরজানা এসমিন ৪১ রানে ৪টি উইকেট নেন।

এর পাশাপাশি ২৩ রানে ২ উইকেট নেন নিশিতা আক্তার। বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১১৮ রান। কিন্তু তারা তা করতে পারেননি। বরং ৭৬এ এসে থেমে যেতে হলো। ৫৫ রানে ৪ উইকেট পড়ে যায় বাংলাদেশের। এরফলে যথেষ্ট চাপে পড়ে যায় পড়শি দেশের ক্রিকেট টিম। বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ মহিলা দলে সর্বোচ্চ রান করেন জুয়ারিয়া ফিরদৌস। তিনি ২২ রান করেন।

দলের আরেক সদস্য ওপেনার ফাহোমিদা চোয়া করেন ১৮। খেলা যখন ১৮.৩ ওভারে সেইসময় সমস্ত উইকেট পড়ে যায় বাংলাদেশের। অবশেষে ভারতের কাছে লজ্জাজনক হার হয় বাংলাদেশের।