সুন্দরীদের মধ্যে সৌন্দর্য্য প্রতিযোগিতা কোনো নতুন বিষয় নয়। প্রত্যেক বছরই ভারতের সেরা সুন্দরী থেকে আন্তর্জাতিক সুন্দরী নির্বাচিত হয়। তবে আপনি কি কখনো শুনেছেন এআই মডেলদের নিয়েও সৌন্দর্য্য প্রতিযোগিতা হয়ে থাকে? আর এই প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করে প্রথম দশে জায়গা করে নিয়েছে ভারতের জারা শতভরী!
মোট ১৫০০ এআই মডেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে সে। জারা মূলত ফ্যাশন এবং খাওয়া-দাওয়ার প্রতি আগ্রহী। এমনকি দেশে-বিদেশে ঘুরতে যেতেও পছন্দ করে সে। তার ওয়েবসাইটে বলা হয়েছে কীভাবে স্বাস্থ্য ভালো রাখা যায়, কর্মক্ষেত্রে উন্নতি করা যায় এবং নতুন কী ট্রেন্ড বাজারে চলছে। এই বিষয়ক জ্ঞান সে সকলের সাথে ভাগ করে নিতে চায়।
আর তার বিশ্বাস সে তার জ্ঞানের মাধ্যমে অনুরাগীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই জারাকে তৈরি করেছেন এক মোবাইল মার্কেটিং সংস্থার কর্মধার রাহুল চৌধুরী। জারার একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে। যেখানে ফ্যাশন, স্বাস্থ্য নিয়ে নানা রকমের ব্লগ পোস্ট করা হয়।
ইনস্টাগ্রামেও তার কয়েক হাজার অনুরাগী রয়েছে। রোজ তার জীবনে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু পোস্ট করা হয় ইনস্টাগ্রামে। আর তার সাফল্যে উত্তেজিত রাহুল এই বিষয়ে বলেন, ‘এআই প্রযুক্তি এবং মানুষের মধ্যে দূরত্ব কমানোর কাজটাই করছে জারা। বিশ্ব জুড়ে ১৫০০ জন প্রতিযোগীকে হারিয়ে জারা মিস এআই প্রতিযোগিতায় সেরা দশ জনের মধ্যে নির্বাচিত হয়েছে। এই ঘটনায় আমি সত্যিই দারুণ খুশি হয়েছি।’
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় মূলত দেখা হবে সৌন্দর্য্য প্রযুক্তিগত প্রতিভা ও সমাজের সঙ্গে এআই মডেলদের কেমন যোগাযোগ রয়েছে। যে এই প্রতিযোগিতায় জয়লাভ করবে তাকে ভারতীয় মুদ্রার প্রায় ১৬ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।