একমাত্র এই নায়ক ছাড়া বলিউডের অন্য কোনও হিরোর সিনেমা দেখেন না ইশা আম্বানি! কে তিনি?

Isha Ambani does not watch any other Bollywood hero's movie except this hero! Who is he?

বলিউডের শুধু একজন নায়কের সিনেমা দেখেন শিল্পপতি মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কন্যা ইশা আম্বানি। সম্প্রতি এই বিষয়ে একটি সাক্ষাৎকারে কথা বলতে দেখা গিয়েছে তাকে। এমন অনেকে রয়েছেন যারা বলিউডের আবেগপ্রবণ সিনেমা দেখতে পছন্দ করেন।

সেই তালিকাতেই কিন্তু রয়েছেন ইশা আম্বানি। তিনি এমন সব সিনেমা দেখতে পছন্দ করেন যেগুলি মনে আবেগের সঞ্চার করে। তবে সেখানে অবশ্যই বলিউড বাদশা শাহরুখ খানকে থাকতে হবে। এই তারকার সিনেমা ছাড়া তিনি কোনো সিনেমা দেখেন না।

তার পছন্দের সিনেমার নাম বলতে গিয়ে তিনি জানান ‘কভি খুশি কভি গম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’। সিনেমার পাশাপাশি কী ধরনের গান পছন্দ করেন সে কথাও জানান তিনি। প্রিয় গানের প্রসঙ্গে বলতে গিয়ে ইশা বলেন, ‘আমি করণ এবং ধর্মা প্রোডাকশনের ভক্ত, তাই তার যে যে কোনও ছবির গান আমি অনেক সময় উচ্চস্বরে গেয়ে থাকি।’

এসব ছাড়াও তিনি তার জীবনের বেশ কিছু তথ্য তুলে ধরেছেন সাক্ষাৎকারে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি তার নিজস্ব সময় কীভাবে কাটান? তখন তিনি বলেন, ‘আমি ঘরে একা বসে ইনস্টাগ্রাম স্ক্রল করি।’ এরপর যখন তাকে জিজ্ঞেস করা হয় তাকে যদি কোনো সুপার পাওয়ার দেওয়া হয় তাহলে তিনি কী চাইবেন?

তিনি বলেন, ‘অদৃশ্যতা।’ তার মতে, ‘আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে বেড়াবো কেউ জানতেও পারবে না।’ উল্লেখযোগ্য, খুব শীঘ্রই তার ছোট ভাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। আপাতত সেই নিয়ে আয়োজনপর্ব তুঙ্গে।