শ্যুটিংয়ের কাজে মুম্বাই গিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে কোনো ছবি পোস্ট করতে পারেননি। দেরী হলেও ভক্তদের সাথে সেই ছবি ভাগ করে নিলেন তিনি। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে এই কথা বলা হচ্ছে? আসলে তিনি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা।
শুরুটা করেছিলেন টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। তবে খুব বেশিদিন তাকে টেলিভিশনে থেমে থাকতে হয়নি। কম সময়ের মধ্যেই সুযোগ পেয়েছেন টলিউডে। ইতিমধ্যে একাধিক সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। এছাড়াও আগামী দিনেও রয়েছে একগুচ্ছ কাজ।
সম্প্রতি যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কখনো শ্যুটিংয়ের গভীর আলোচনায় ব্যস্ত রয়েছেন, আবার কখনো এক ক্ষুদের সাথে খেলা করছেন। শুধু তাই নয় গাড়িতে বসেও ভিডিও তৈরি করে পোস্ট করেছেন তিনি। সাথে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘দেরী করে।’
আসলে অনুরাগীদের সাথে জীবনের নানান মুহূর্ত তুলে ধরতে পছন্দ করেন তারকারা। তারা কোথায় যাচ্ছেন, কী করছেন সবকিছুই ভাগ করে নেন সকলের সাথে। ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও। তাইতো ছবিগুলি দেরী করে দেওয়ায় সাথে লিখে দিয়েছেন যে তার কিছুটা দেরী হয়েছে ছবিগুলি পোস্ট করতে।
অন্যদিকে কয়েকদিন আগেই তার নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন তিনি। যেটি আগামী বছর মুক্তি পাবে। সিনেমার নাম ‘অপরিচিত’। মূলত এটি একটি রহস্য গল্প দিয়ে তৈরি। যেখানে তিনি ছাড়া অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী প্রমুখরা। আপাতত সেই সিনেমা নিয়েই ব্যস্ত রয়েছেন ইশা।